বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
প্লাজমােলাইসযুক্ত কোশকে কীভাবে ডিপ্লাজমােলাইসিস করবে ?
উত্তর:
কোশটিকে বিশুদ্ধ জলে রাখতে হবে।
প্রশ্ন:২
যদি উদ্ভিদকোশকে হাইপােটনিক দ্রবণে রাখা হয় তাহলে কী ঘটবে ?
উত্তর:
কোশের রসস্ফীতি ঘটবে।
প্রশ্ন:৩
মূলের কোন্ অংশ জলের শোষণের সঙ্গে যুক্ত ?
উত্তর:
মূলরােম।
প্রশ্ন:৪
একটি অ্যান্টি-ট্রান্সপিরান্টের নাম করাে।
উত্তর:
ABA.
প্রশ্ন:৫
কোন্ পদ্ধতিতে উদ্ভিদ থেকে জল তরলাকারে নির্গত হয় ?
উত্তর:
নিঃস্রাবণ।
প্রশ্ন:৬
কোন্ পদ্ধতিতে উদ্ভিদের মূলজ চাপ বৃদ্ধি পায় কিন্তু বাম্পমােচন হ্রাস পায় ?
উত্তর:
নিঃস্রাবণ।
প্রশ্ন:৭
কোন্ কোন্ পদ্ধতিতে উদ্ভিদদেহে জলক্ষয় হয় ?
উত্তর:
বাষ্পমােচন; নিঃস্রাবণ।
প্রশ্ন:৮
কোন্ পদ্ধতিটি উদ্ভিদের হাইডাথােড দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:
নিঃস্রাবণ।
প্রশ্ন:৯
কোন্ পদ্ধতিতে পাতার ধার বরাবর জল বিন্দুকারে নির্গত হয় ?
উত্তর:
নিঃস্রাবণ।
প্রশ্ন:১০
কোন্ ধাতব ক্যাটায়ন স্টোমাটার খােলা বা বন্ধে সহায়তা করে ?
উত্তর:
k+।

Comments
Post a Comment