বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
DNA পাওয়া যায়—
(a) পারঅক্সিজোমে
(b) লাইসােজোমে
(c) মাইটোকন্ড্রিয়ায়
(d) গলগি বস্তুতে
উত্তর: C
প্রশ্ন:২
কোন্ অঙ্গাণুতে পর্দা থাকে না ?
(a) রাইবােজোম
(b) লাইসােজোম
(c) ER
(d) GB
উত্তর: A
প্রশ্ন:৩
ক্রিস্টি পাওয়া যায়—
(a) সাইটোপ্লাজমে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) প্রােটোপ্লাজমে
(d) ER-এ
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ অঙ্গাণু কোশের অটোলাইসিসের সঙ্গে জড়িত ?
(a) লাইসােজোম
(b) পারঅক্সিজোম
(c) কাইনেটোজোম
(d) গ্লাইঅক্সিজোম
উত্তর: A
প্রশ্ন:৫
গলগি বস্তুর চারদিকে যে স্বচ্ছ স্থান থাকে তাকে বলে—
(a) জোন অফ্ এক্সক্লুশন
(b) জোন অফ্ স্পােরেশন
(c) জোন অফ্ ট্রানজিশন
(d) ইনক্লুশন
উত্তর: A
প্রশ্ন:৬
নীচের কোন্টির দ্বারা রাইবােজোমের দানা গঠিত হয়—
(a) r-RNA ও t-RNA
(b) r-RNA ও প্রােটিন
(c) m-RNA ও t-RNA
(d) m-RNA ও প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:৭
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ—
(a) ক্ষরণ
(b) শ্বসন
(c) অসমােরেগুলেশন
(d) ফ্যাট সঞ্চয়
উত্তর: B
প্রশ্ন:৮
রাইবােজোম কোন্ কাজের কেন্দ্র হিসেবে কাজ করে—
(a) প্রােটিন সংশ্লেষ
(b) ফ্যাট সংশ্লেষ
(c) কার্বোহাইড্রেট সংশ্লেষ
(d) শ্বসন
উত্তর: A
প্রশ্ন:৯
70s রাইবােজোমের 'S' অক্ষরটির অর্থ হল—
(a) অধঃক্ষেপণ গুণাঙ্ক
(b) ভেদবার্গ একক
(c) সংশ্লেষ হয়
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
অক্সিজোমের গােলাকার মস্তককে বলে—
(a) F1 বস্তু
(b) F0 অধঃএকক
(c) ডিকটিওজোম
(d) গ্রানাম
উত্তর: A

Comments
Post a Comment