বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
কী ধরনের শ্বসন প্রক্রিয়াতে মুক্ত আণবিক O2 ব্যবহৃত হয় না ?
উত্তর:
অবাত শ্বসন ও সন্ধান প্রক্রিয়ায়।
প্রশ্ন:২
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP উৎপন্ন হয় ?
উত্তর:
8 অণু অথবা 10 অণু ATP।
প্রশ্ন:৩
অবাত শ্বসন সম্পন্নকারী একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দাও।
উত্তর:
উদ্ভিদ—ইস্ট, প্রাণী—মনােসিস্টিস।
প্রশ্ন:৪
গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয় এমন একটি উৎসেচকের নাম বলো।
উত্তর:
হেক্সোকাইনেজ।
প্রশ্ন:৫
কোন্ অবস্থায় RQ বাড়ে এবং কোন অবস্থায় RQ কমে ?
উত্তর:
অ্যাসিডােসিস অবস্থায় RQ বাড়ে এবং অ্যালক্যালােসিস অবস্থায় RQ কমে।
প্রশ্ন:৬
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ পর্যায়টি কী ?
উত্তর:
পাইরুভিক অ্যাসিড।
প্রশ্ন:৭
অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কী ?
উত্তর:
গ্লাইকোলাইসিস।
প্রশ্ন:৮
সবাত শ্বসনে কত ক্যালােরি শক্তি উৎপন্ন হয় ?
উত্তর:
686 kcal।
প্রশ্ন:৯
পেশি কোশে কী ধরনের সন্ধান ঘটে ?
উত্তর:
ল্যাকটিক অ্যাসিড সন্ধান।
প্রশ্ন:১০
শ্বসন প্রধানত কত প্রকারের ও কী কী ?
উত্তর:
শ্বসন প্রধানত দু-প্রকারের, যথা— সবাত শ্বসন ও অবাত শ্বসন।

Comments
Post a Comment