উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
সালােকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর:
ইউগ্লিনা, ক্রাইস্যামিবা।
প্রশ্ন:২
সূর্যালােকের কোন্ আলােক সালােকসংশ্লেষে অধিক সক্রিয় ?
উত্তর:
লাল (660-760nm) এবং নীল (430-470nm)।
প্রশ্ন:৩
সালােকসংশ্লেষে সক্ষম দুটি ব্যাকটেরিয়া উদাহরণ দাও।
উত্তর:
রােডোসিউডােমােনাস, ক্লোরােবিয়াম।
প্রশ্ন:৪
কোন্ গাছের মূলে সালােকসংশ্লেষ হয় ?
উত্তর:
অর্কিডের সবুজ মূলে এবং গুলঞ্চের আত্তীকরণ মূলে।
প্রশ্ন:৫
সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে ?
উত্তর:
সালােকসংশ্লেষ।
প্রশ্ন:৬
কোয়ান্টোজোম কী ?
উত্তর:
250 টি ক্লোরােফিল অণু সমন্বিত সালােকসংশ্লেষের শারীরবৃত্তীয় একক।
প্রশ্ন:৭
সালােকসংশ্লেষে অক্ষম দুটি উদ্ভিদের নাম কী ?
উত্তর:
অ্যাগারিকাস (ছত্রাক), স্বর্ণলতা (পরজীবী উদ্ভিদ)।
প্রশ্ন:৮
সালােকসংশ্লেষে সহায়ককারী দুটি রঞ্জকের নাম কী ?
উত্তর:
ক্লোরােফিল ও ক্যারােটিনয়েড।
প্রশ্ন:৯
অঙ্গার আত্তীকরণ কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কার্বন তথা অঙ্গার কোশস্থ জৈব যৌগে অঙ্গীভূত হয়, তাকে অঙ্গার আত্তীকরণ বলে।
প্রশ্ন:১০
সালােকসংশ্লেষ কী রকমের পুষ্টি প্রক্রিয়া ?
উত্তর:
স্বভােজী পুষ্টি।
Comments
Post a Comment