পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
স্বাধীন ভারতের সংবিধান এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশ
প্রশ্ন:১
ইমপিচমেন্ট কী ?
উত্তর:
ভারতীয় সংবিধান লঙ্ঘনের অপরাধে রাষ্ট্রপতিকে তার মেয়াদ (৫ বছর) শেষ হওয়ার আগেই অপসারণ করা হয় যে পদ্ধতিতে তাকে ইমপিচমেন্ট বলে। এক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মােট সদস্য সংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশের লিখিত সম্মতি ও অনুমােদন দরকার।
প্রশ্ন:২
ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসনব্যবস্থা এবং আইনসভার মধ্যে মতবিরােধ দেখা গেলে তাকে কীভাবে মীমাংসা করা হয় ?
উত্তর:
ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের শাসনব্যবস্থা এবং আইনসভার মধ্যে মতবিরােধ দেখা গেলে তার মীমাংসা করে থাকে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্ট সংবিধানের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে এই মীমাংসা করে থাকে।
প্রশ্ন:৩
ভারতীয় পার্লামেন্টের (সংসদ) ক-টি কক্ষ আছে ও কী কী ?
উত্তর:
ভারতীয় পার্লামেন্টের (সংসদ) দুটি কক্ষ আছে। ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম লােকসভা।
প্রশ্ন:৪
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বলতে কী বােঝ ?
উত্তর:
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর গণপরিষদে সংবিধানের লক্ষ্য সম্বন্ধে যে প্রস্তাব রাখেন সেই প্রস্তাবেরই পরিবর্তিত রূপ হল প্রস্তাবনা।
প্রশ্ন:৫
ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা ও কীভাবে নিযুক্ত হন ?
উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। লােকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি মন্ত্রীসভা গঠনের জন্য আহ্বান জানান।
প্রশ্ন:৬
দায়িত্বশীল শাসনব্যবস্থা বলতে কী বােঝ ?
উত্তর:
দায়িত্বশীল শাসনব্যবস্থা বলতে এমন এক শাসনব্যবস্থাকে বােঝায়, যেখানে মন্ত্রীরা আলাদা আলাদা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হলেও তারা সকলেই লােকসভার কাছে বা জনগণের কাছে দায়িত্বশীল থাকবে।
প্রশ্ন:৭
কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে কী বলা হয় ? এখানে কে সভাপতিত্ব করেন ?
উত্তর:
কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। এখানে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।
প্রশ্ন:৮
ভারতের সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয় এবং কবে থেকে তা কার্যকরী হয় ?
উত্তর:
১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। আর ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতে সংবিধান কার্যকরী হয়।
প্রশ্ন:৯
কোন্ কোন্ ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা ঘোষণা করতে পারেন ?
উত্তর:
রাষ্ট্রপতি বিশেষ কিছু ক্ষেত্রে যে ক্ষমতা প্রয়ােগ করে থাকেন তা হল তাঁর জরুরি ক্ষমতা।এই ক্ষেত্রগুলি হল —
(১) যুদ্ধ বা বহিঃআক্ৰমণ,
(২) রাজ্যগুলিতে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি,
(৩) আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিপন্ন হওয়া ইত্যাদি।
প্রশ্ন:১০
ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কতগুলি অঙ্গরাজ্য আছে ? পশ্চিমবঙ্গের বিধানসভায় কটি আসন আছে ?
উত্তর:
ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে মােট ২৮ টি অঙ্গরাজ্য আছে। পশ্চিমবঙ্গের বিধানসভায় ২৯৪ টি আসন আছে।

Comments
Post a Comment