পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাম্রাজ্যবাদ—প্রথম বিশ্বযুদ্ধ ও ভারতের জাতীয়তাবাদী আন্দোলন
প্রশ্ন:১
নেহরু রিপাের্ট কী ?
উত্তর:
ভারত-সচিব বার্কেনহেড ব্যঙ্গ করে বলেছিলেন সংবিধান রচনা করার যােগ্যতা ভারতীয়দের নেই। তার প্রত্যুত্তরে মতিলাল নেহরুর নেতৃত্বে এক সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। লক্ষৌ অধিবেশনে মতিলাল সংবিধানের যে খসড়া পেশ করেন তা নেহরু রিপাের্ট নামে পরিচিত।
প্রশ্ন:২
গান্ধিজির সত্যাগ্রহের মূল আদর্শ কী ছিল ?
উত্তর:
গান্ধিজির সত্যাগ্রহের মূল আদর্শ হল—
(১) সত্যের প্রতি একান্ত অনুরাগ,
(২) অহিংস উপায়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা এবং প্রতিপক্ষের হৃদয় জয় করা। গান্ধিজি মনে করতেন, এটি একটি নৈতিক শক্তি, যা সহজেই শত্রুকে জয় করতে পারে।
প্রশ্ন:৩
কত খ্রিস্টাব্দে অসহযােগ আন্দোলনের সূচনা হয়েছিল ? কবে এই আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল ?
উত্তর:
১৯২০ খ্রিস্টাব্দে অসহযােগ আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯২২ খ্রিস্টাব্দে অসহযােগ আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল।
প্রশ্ন:৪
চৌরিচৌরা ঘটনাটি কী ?
উত্তর:
উত্তরপ্রদেশের গােরক্ষপুর জেলার চৌরিচৌরা নামক স্থানে এক শান্তিপূর্ণ প্রতিবাদী ধরনায় পুলিশ গুলি চালায় (১৯২২ খ্রি. ৫ ফেব্রুয়ারি)। এই ঘটনায় উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দিলে ২২ জন পুলিশ পুড়ে মারা যায়। এটিই চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত।
প্রশ্ন:৫
‘মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার’ কবে প্রকাশিত হয় ? এই রিপাের্টের ভিত্তিতে কোন আইন পাস হয়েছিল ?
উত্তর:
মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই রিপাের্টের ভিত্তিতে ১৯১৯ খ্রিস্টাব্দের ‘ভারত শাসন আইন’ পাস হয়েছিল।
প্রশ্ন:৬
স্বরাজ্য দলের দুজন প্রতিষ্ঠাতার নাম করাে।
উত্তর:
চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরু।
প্রশ্ন:৭
রাওলাট আইন কবে পাস হয় ? এতে কী বলা হয়েছিল ?
উত্তর:
রাওলাট আইন পাস হয় ১৯১৯ খ্রিস্টাব্দে।
এই আইনে বলা হয় যে, যে-কোনাে ব্যক্তিকে সন্দেহবশত গ্রেপ্তার ও জুরি ছাড়া গােপন আদালতে বিচার করা যাবে এবং সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করা যাবে।
প্রশ্ন:৮
স্বরাজ্য দল কে গঠন করেন ? এই দলের কর্মসূচি কী ছিল ?
উত্তর:
স্বরাজ্য দল গঠন করেন চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহরু। আইনসভার মধ্যে থেকে ব্রিটিশ সরকারের যাবতীয় কাজের বিরােধিতা করাই ছিল এই দলের প্রধান লক্ষ্য।
প্রশ্ন:৯
গান্ধিজির রাজনৈতিক আন্দোলন কী নামে খ্যাত ? তিনি ভারতের কোথায় প্রথম আন্দোলন সংগঠিত করেন ?
উত্তর:
গান্ধিজির রাজনৈতিক আন্দোলন ‘অহিংস সত্যাগ্রহ' নামে খ্যাত। তিনি বিহারের চম্পারনে প্রথম রাজনৈতিক আন্দোলন সংগঠিত করেন।
প্রশ্ন:১০
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ? এর প্রতিবাদে কে ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন ?
উত্তর:
১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। এর প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন।

Comments
Post a Comment