বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ তরঙ্গদৈর্ঘ্যের আলােক সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় বেশি শােষিত হয় ?
(a) 660 nm
(b) 440 nm
(c) 680 nm
(d) 700 nm
উত্তর: B
প্রশ্ন:২
আলােক বিক্রিয়ার স্থান হল—
(a) গ্রানা
(b) স্ট্রোমা
(c) ER
(d) সাইটোপ্লাজম
উত্তর: A
প্রশ্ন:৩
যে আলােকে সর্বাপেক্ষা বেশি সালােকসংশ্লেষ ঘটে—
(a) লাল আলােকে
(b) সবুজ আলােকে
(c) নীল আলােকে
(d) নীল ও লাল আলােকে
উত্তর: A
প্রশ্ন:৪
চক্রাকার ফোটোফসফোরাইলেশনে উৎপন্ন হয়—
(a) NADPH
(b) ATP এবং NADPH
(c) ATP, NADPH এবং O2
(d) শুধু ATP
উত্তর: D
প্রশ্ন:৫
ফোটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কোটি সংশ্লেষিত হয় ?
(a) ADP থেকে ATP
(b) NADP
(c) ATP থেকে ADP
(d) PGA
উত্তর: A
প্রশ্ন:৬
কোনটি আলােক বিক্রিয়ায় সরাসরি ইলেকট্রন NADP+-এ স্থানান্তর করে ?
(a) PS-I
(b) PS-II
(c) সাইটোক্রোম
(d) প্লাস্টোসায়ানিন
উত্তর: A
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে ফোটোলাইসিসে প্রয়ােজন—
(a) ম্যাঙ্গানিজ
(b) ম্যাগনেশিয়াম
(c) জিংক
(d) ক্যালশিয়াম
উত্তর: A
প্রশ্ন:৮
ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন—
(a) কেলভিন
(b) আয়রন
(c) প্রিস্টলি
(d) ওয়ারবার্গ
উত্তর: D
প্রশ্ন:৯
ATP সংশ্লেষের সময় ইলেকট্রন যার মাধ্যমে বাহিত হয়—
(a) CO2
(b) O2
(c) H2O
(d) সাইটোক্রোমস
উত্তর: D
প্রশ্ন:১০
নিম্নলিখিত কার মাধ্যমে শক্তি আলােক বিক্রিয়া থেকে অন্ধকার বিক্রিয়ায় স্থানান্তরিত হয় ?
(a) Chl
(b) ATP
(c) ADP
(d) RuBP
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৬[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৮[NEXT]
✸✸✸

Comments
Post a Comment