বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ATP-এর সংশ্লেষণ ঘটে—
(a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়
(b) মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়
(c) ম্যাট্রিক্স (ধাত্র)-এ
(d) ওপরের কোনােটিতেই নয়
উত্তর: B
প্রশ্ন:২
সবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ থেকে মােট জলের অণু উৎপন্ন হয়—
(a) 12
(b) 10
(c) 8
(d) 6
উত্তর: D
প্রশ্ন:৩
সবাত শ্বসনে 38 অণু ATP উৎপাদন করতে কত অণু গ্লুকোজের প্রয়ােজন ?
(a) 1
(b) 2
(c) 4
(d) 38
উত্তর: A
প্রশ্ন:৪
ATP সংশ্লেষণের জন্য প্রয়ােজনীয় শক্তি আসে—
(a) অক্সিজেন আয়নের নতিমাত্রা থেকে
(b) হাইড্রোজেন আয়নের নতিমাত্রা থেকে
(c) নাইট্রোজেন আয়নের নতিমাত্রা থেকে
(d) ওপরের সবগুলি থেকে
উত্তর: B
প্রশ্ন:৫
মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত উৎসেচক কোনটির জন্য দায়ী ?
(a) ক্রেবস চক্র
(b) TCA চক্র ও ইলেকট্রন ট্রান্সপাের্ট
(c) গ্লাইকোলাইসিস এবং TCA চক্র
(d) b ও c উভয়েই
উত্তর: B
প্রশ্ন:৬
ইউক্যারিওটিক কোশে প্রতি অণু গ্লুকোজ থেকে মােট ATP অণুর সংখ্যা—
(a) 38
(b) 36
(c) 24
(d) 12
উত্তর: B
প্রশ্ন:৭
ক্রেবস চক্রে প্রতি গ্লুকোজ অণু থেকে কত অণু ATP উৎপন্ন হয় ?
(a) 2
(b) 24
(c) 6
(d) 28
উত্তর: B
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ বিক্রিয়ায় সাবস্ট্রেট ফসফোরাইলেশন ঘটে ?
(a) ফিউমারিক অ্যাসিড→ম্যালিক অ্যাসিড
(b) অক্সালাে সাকসিনিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) α-কিটোগ্লুটারিক অ্যাসিড→সাকসিনিক অ্যাসিড
(d) সাকসিনিক অ্যাসিড→ফিউমারিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৯
কোনটির জন্য অক্সিজেন প্রয়ােজন ?
(a) সন্ধান
(b) EMP পথ
(c) পেনটোজ ফসফেট সান্ট পথ
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
কোশের এনার্জি কারেন্সি হল—
(a) AMP
(b) ATP
(c) RNA
(d) DNA
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৪[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment