নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ATP-এর সংশ্লেষণ ঘটে—
(a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায়
(b) মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়
(c) ম্যাট্রিক্স (ধাত্র)-এ
(d) ওপরের কোনােটিতেই নয়
উত্তর: B
প্রশ্ন:২
সবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ থেকে মােট জলের অণু উৎপন্ন হয়—
(a) 12
(b) 10
(c) 8
(d) 6
উত্তর: D
প্রশ্ন:৩
সবাত শ্বসনে 38 অণু ATP উৎপাদন করতে কত অণু গ্লুকোজের প্রয়ােজন ?
(a) 1
(b) 2
(c) 4
(d) 38
উত্তর: A
প্রশ্ন:৪
ATP সংশ্লেষণের জন্য প্রয়ােজনীয় শক্তি আসে—
(a) অক্সিজেন আয়নের নতিমাত্রা থেকে
(b) হাইড্রোজেন আয়নের নতিমাত্রা থেকে
(c) নাইট্রোজেন আয়নের নতিমাত্রা থেকে
(d) ওপরের সবগুলি থেকে
উত্তর: B
প্রশ্ন:৫
মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত উৎসেচক কোনটির জন্য দায়ী ?
(a) ক্রেবস চক্র
(b) TCA চক্র ও ইলেকট্রন ট্রান্সপাের্ট
(c) গ্লাইকোলাইসিস এবং TCA চক্র
(d) b ও c উভয়েই
উত্তর: B
প্রশ্ন:৬
ইউক্যারিওটিক কোশে প্রতি অণু গ্লুকোজ থেকে মােট ATP অণুর সংখ্যা—
(a) 38
(b) 36
(c) 24
(d) 12
উত্তর: B
প্রশ্ন:৭
ক্রেবস চক্রে প্রতি গ্লুকোজ অণু থেকে কত অণু ATP উৎপন্ন হয় ?
(a) 2
(b) 24
(c) 6
(d) 28
উত্তর: B
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ বিক্রিয়ায় সাবস্ট্রেট ফসফোরাইলেশন ঘটে ?
(a) ফিউমারিক অ্যাসিড→ম্যালিক অ্যাসিড
(b) অক্সালাে সাকসিনিক অ্যাসিড→α-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) α-কিটোগ্লুটারিক অ্যাসিড→সাকসিনিক অ্যাসিড
(d) সাকসিনিক অ্যাসিড→ফিউমারিক অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৯
কোনটির জন্য অক্সিজেন প্রয়ােজন ?
(a) সন্ধান
(b) EMP পথ
(c) পেনটোজ ফসফেট সান্ট পথ
(d) এর মধ্যে কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
কোশের এনার্জি কারেন্সি হল—
(a) AMP
(b) ATP
(c) RNA
(d) DNA
উত্তর: B
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৪[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ৬[NEXT]
✸✸✸
Comments
Post a Comment