বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
কোশের গঠন এবং কাজ
প্রশ্ন:১
ইন্টারফেজের যে উপদশায় কোশ-অঙ্গাণুগুলি সংখ্যায় বৃদ্ধি পায়, তা হল—
ইন্টারফেজের যে উপদশায় কোশ-অঙ্গাণুগুলি সংখ্যায় বৃদ্ধি পায়, তা হল—
(a) G1 ও S
(b) G1
(c) S
(d) G2
উত্তর: D
প্রশ্ন:২
অ্যানজিওজেনেসিস বলতে ক্যানসার আক্রান্ত কোশের—
(a) নতুন রক্তবাহ তৈরি পদ্ধতিকে বােঝায়
(b) সংখ্যা বৃদ্ধিকে বােঝায়
(c) ছড়িয়ে পড়ার ঘটনাকে বােঝায়
(d) ওপরের সবকটিকে বােঝায়
উত্তর: A
প্রশ্ন:৩
নীচের কোন্ তথ্যটি সত্য নয় ?
(a) বিনাইন টিউমারের মেটাস্ট্যাসিসের ক্ষমতা থাকে না
(b) ম্যালিগন্যান্ট টিউমার গঠন ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ
(c) ক্যানসার আক্রান্ত কোশের ক্রিস্টি অসম গঠনযুক্ত
(d) ক্যানসার আক্রান্ত কোশে RNA থাকে না
উত্তর: D
প্রশ্ন:৪
বােকে দশায় ক্রোমােজোমগুলির টেলােমিয়ার কার সঙ্গে যুক্ত হয় ?
(a) নিউক্লীয় পর্দা
(b) নিউক্লিওলাস
(c) a ও b উভয়েই
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
ইন্টারফেজ দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি ?
(a) G1→S→G2
(b) G1→G2→S
(c) S→G1→G2
(d) G2→S→S4
উত্তর: A
প্রশ্ন:৬
বয়ঃসন্ধিতে পেশিকোশের আকার বৃদ্ধিজনিত পেশিস্ফীতি—এটি কী ধরনের কোশ বিভাজন ?
(a) হাইপারট্রফি
(b) হাইপারপ্লাসিয়া
(c) মেটাপ্লাসিয়া
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৭
ইন্টারফেজের কোন্ উপদশায় DNA-এর প্রতিলিপিকরণ ঘটে ?
(a) G1 ও S
(b) G1
(c) S
(d) G2
উত্তর: C
প্রশ্ন:৮
ক্যানসার আক্রান্ত কোশের জিনােটাইপ কোনটি ?
(a) 2n+2 বা 2n–2
(b) 2n+1 বা 2n–1
(c) 2n+1 বা 2n+2
(d) 2n–1 বা 2n–2
উত্তর: B
প্রশ্ন:৯
কোন্ ক্রোমােজোম দুটির মধ্যে ট্রান্সলােকেশন ঘটলে ফিলাডেলফিয়া ক্রোমােজোম গঠিত হয় ?
(a) ক্রোমােজোম 10 ও 23
(b) ক্রোমােজোম 9 ও 22
(c) ক্রোমােজোম 8 ও 21
(d) ক্রোমােজোম 7 ও 20
উত্তর: B
প্রশ্ন:১০
নীচের কোন্ ক্ষেত্রে কোশ বিভাজন একেবারেই হয় না ?
(a) পেশিকোশে
(b) লিম্ফোসাইটে
(c) যকৃতকোশে
(d) সবকটি ক্ষেত্রেই
উত্তর: A
✸✸✸
⚡কোশের গঠন এবং কাজ, সেট ৪[PREV]
⚡কোশের গঠন এবং কাজ, সেট ৬[NEXT]
✸✸✸

Comments
Post a Comment