বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
উদ্ভিদ শারীরবৃত্ত
প্রশ্ন:১
ক্লোরােফিল থাকে—
(a) ক্লোরােপ্লাস্টের কিনারায়
(b) ক্লোরােপ্লাস্টে ছড়িয়ে থাকে
(c) ক্লোরােপ্লাস্টের স্ট্রোমাতে
(d) ক্লোরােপ্লাস্টের গ্রানাতে
উত্তর: D
প্রশ্ন:২
সাইটোক্রোম হল—
(a) অক্সিজেন গ্রাহক
(b) হাইড্রোজেন গ্রাহক
(c) ইলেকট্রন গ্রাহক
(d) তাপ গ্রাহক
উত্তর: C
প্রশ্ন:৩
ক্লোরােফিল শােষণ করে—
(a) সবুজ আলাে
(b) লাল আলাে
(c) নীল আলাে
(d) নীল ও লাল আলাে
উত্তর: D
প্রশ্ন:৪
সালােকসংশ্লেষে ATP উৎপাদনকে বলে—
(a) ফসফোরাইলেশন
(b) ফোটোফসফোরাইলেশন
(c) ফোটোঅক্সিডেশন
(d) ফোটোট্রপিজম
উত্তর: B
প্রশ্ন:৫
ইলেকট্রন প্রবাহে প্রধান রঞ্জক হল—
(a) সাইটোক্রোম
(b) ফাইটোক্রোম
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
আলােকদশায় নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটি তৈরি হয় ?
(a) ATP
(b) NADPH2
(c) ATP এবং NADPH2
(d) কোনােটিই সঠিক নয়
উত্তর: C
প্রশ্ন:৭
কে প্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে, সালােকসংশ্লেষে যে অক্সিজেন নির্গত হয়, তা জল থেকে আসে ?
(a) কেলভিন
(b) গােবিন্দজি
(c) রবিন হিল
(d) রুবেন ও কামেন
উত্তর: C
প্রশ্ন:৮
ক্লোরােফিল-a-এর ফরমূলা হল—
(a) C35H72O5N4Mg
(b) C66H70O6N4Mg
(c) C55H72O5N4Mg
(d) C45H70O6N4Mg
উত্তর: C
প্রশ্ন:৯
ক্লোরােফিল-b-এর ফরমুলা হল—
(a) C54H70O6N4Mg
(b) C55H70O6N4Mg
(c) C55H72O5N4Mg
(d) C45H72O5N4Mg
উত্তর: B
প্রশ্ন:১০
দ্বিতীয় রঞ্জকতন্ত্রে (Ps-II) সক্রিয় ক্লোরােফিল হল—
(a) P680
(b) P700
(c) P673
(d) P720
উত্তর: A
✸✸✸
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৭[PREV]
⚡উদ্ভিদ শারীরবৃত্ত, সেট ১৯[NEXT]
✸✸✸

Comments
Post a Comment