বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
জাতীয় আন্দোলনের প্রথম যুগ
প্রশ্ন:১
কার্লাইল সার্কুলার কী ?
উত্তর:
ব্রিটিশ সরকার ভারতীয় ছাত্রসমাজকে স্বদেশি আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য কার্লাইল সার্কুলার নামে এক আইন পাস করায় (১৯০৫ খ্রি. ১০ অক্টোবর)। এই আইনে আন্দোলনে যােগদানকারী ছাত্র ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
প্রশ্ন:২
আলিপুর ষড়যন্ত্র মামলার গুরুত্ব কী ?
উত্তর:
আলিপুর ষড়যন্ত্র মামলা (১৯০৮ খ্রিস্টাব্দ) শেষ হওয়ার পর বাংলার বিপ্লববাদের প্রাণপুরুষ অরবিন্দ ঘােষ পন্ডিচেরিতে চলে যান ও অধ্যাত্মসাধনায় ব্রতী হন। এসময় সরকারি দমননীতি বাড়ে, পশ্চিমবঙ্গে বিপ্লববাদের তীব্রতা হ্রাস পায়।
প্রশ্ন:৩
গদর পার্টির লক্ষ্য কী ছিল ?
উত্তর:
গদর পার্টির লক্ষ্য ছিল ভারতের বিপ্লবী আন্দোলনে প্রবাসী ভারতীয়দের শামিল করানাে।
প্রশ্ন:৪
কবে, কোথায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ?
উত্তর:
১৮৮৫ খ্রিস্টাব্দে বােম্বাই-এর গােকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন:৫
কে, কবে মিত্রমেলা প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
বিনায়ক দামােদর সাভারকর ১৮৯৯ খ্রিস্টাব্দে মিত্রমেলা প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৬
জাতীয় আন্দোলনের উপর বিপ্লবী সন্ত্রাসবাদের একটি প্রভাব উল্লেখ করাে।
উত্তর:
নতুন রাজনৈতিক আদর্শ স্থাপন– সশস্ত্র বিপ্লবীগণ শুধুমাত্র দেশের মধ্যে থেকে লড়াই না চালিয়ে দেশের বাইরে গিয়েও বিদেশি সাহায্যে ভারতের মুক্তি অর্জনে প্রয়াসী হন। বিভিন্ন সময়ে বিদেশ থেকে অর্থ ও অস্ত্র সাহায্য নিয়ে দেশের বিপ্লবী আন্দোলনকে শক্তিশালী করে তুলে তারা জাতীয় রাজনীতিতে এক নতুন আদর্শ স্থাপন করেন।
প্রশ্ন:৭
কে কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ? এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কী ছিল ?
উত্তর:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের প্রথাগত পাঠদান পদ্ধতি ত্যাগ করে প্রকৃতির মুক্ত পরিবেশে শিক্ষাদান ছিল এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।
প্রশ্ন:৮
কে, কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
লালা হরদয়াল আমেরিকার সানফ্রানসিসকো শহরে গদর পার্টির প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৯
স্বদেশি আন্দোলনের প্রয়ােজনীয়তা কী ছিল ?
উত্তর:
ভারতবাসীর মনে স্বাদেশিকতাবােধ জাগিয়ে তােলার জন্য এবং দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধির জন্য স্বদেশি আন্দোলনের প্রয়ােজনীয়তা ছিল।
প্রশ্ন:১০
মুসলিম লিগ কবে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
মুসলিম লিগ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
লিগ প্রতিষ্ঠার ব্যাপারে মূল উদ্যোগী ছিলেন ঢাকার নবাব সলিমউল্লাহ।
✹✹✹
✹✹✹

Comments
Post a Comment