পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special MCQs Physics ভৌত রাশির একক ও মাত্রা প্রশ্ন ১ নিচের কোন জোড়ার মাত্রা একই নয় ? (a) ক্ষমতা ও বিকৃতি (b) টর্ক ও কার্য (c) রৈখিক ভরবেগ ও বলের ঘাত (d) চাপ ও পীড়ন উত্তর :: A প্রশ্ন ২ Y = ইয়ং - গুণাঙ্ক ও S = পৃষ্ঠটান হলে, Y/S রাশিটির মাত্রা কোন রাশিটির মাত্রার সঙ্গে সমান হবে ? (a) কম্পাঙ্ক (b) তরঙ্গ সংখ্যা (c) তরঙ্গ দৈর্ঘ্য (d) তরঙ্গ গতিবেগ উত্তর :: B