দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
মাইকোরােইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ—
(a) সিমবায়ােসিস
(b) এক্টোপ্যারাসিটিজম
(c) এন্ডােপ্যারাসিটিজম
(d) ডিকম্পােজর বা বিয়ােজক
উত্তর: A
প্রশ্ন:২
একটি পপুলেশনে জিন কম্পাঙ্কের যে প্রকরণ ঘটে তা সম্ভাব্য অপেক্ষা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে বলে—
(a) জেনেটিক কোড
(b) জেনেটিক ফ্লো
(c) জেনেটিক ড্রিফট
(d) বিক্ষিপ্ত মিলন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনটি কম তরঙ্গদৈর্ঘ্য সমন্বিত বিকিরণ নয়—
(a) রেডিও তরঙ্গ
(b) X-রশ্মি
(c) UV-রশ্মি
(d) কসমিক রশ্মি
উত্তর: A
প্রশ্ন:৪
কমিউনিটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি ?
(a) মর্টালিটি
(b) লিঙ্গ অনুপাত
(c) ন্যাটালিটি
(d) স্ট্র্যাটিফিকেশন
উত্তর: B
প্রশ্ন:৫
নীচের কোনটি উভচর উদ্ভিদ—
(a) Trapa
(b) Lotus
(c) Typha
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
মাটির সর্বনিম্ন জলস্তরে পৌঁছায় কোন্ গাছের মূল—
(a) Prospis
(b) Aloe
(c) Cactus
(d) Lotus
উত্তর: A
প্রশ্ন:৭
কম্পিটিশনের ফল হল—
(a) সিমবায়ােসিস
(b) মিউটেশন
(c) নিচের সংখ্যা বৃদ্ধি
(d) বিলুপ্তি
উত্তর: C
প্রশ্ন:৮
Population দিবস হল—
(a) 11th July
(b) 5th May
(c) 21st August
(d) 1st December
উত্তর: A
প্রশ্ন:৯
উষ্ণতার সর্বাধিক তারতম্য দেখা যায়—
(a) হ্রদ অঞ্চলে
(b) মরুভূমিতে
(c) সমুদ্র অঞ্চলে
(d) তুন্দ্রা অঞ্চলে
উত্তর: B
প্রশ্ন:১০
বিভিন্ন কমিউনিটি নিয়ে গঠিত বিশাল স্থলভূমিকে বলা হয়—
(a) ইকোসিস্টেম
(b) বায়োম
(c) বায়ােস্ফিয়ার
(d) নিচ্
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment