নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
মাইকোরােইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ—
(a) সিমবায়ােসিস
(b) এক্টোপ্যারাসিটিজম
(c) এন্ডােপ্যারাসিটিজম
(d) ডিকম্পােজর বা বিয়ােজক
উত্তর: A
প্রশ্ন:২
একটি পপুলেশনে জিন কম্পাঙ্কের যে প্রকরণ ঘটে তা সম্ভাব্য অপেক্ষা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে বলে—
(a) জেনেটিক কোড
(b) জেনেটিক ফ্লো
(c) জেনেটিক ড্রিফট
(d) বিক্ষিপ্ত মিলন
উত্তর: C
প্রশ্ন:৩
কোনটি কম তরঙ্গদৈর্ঘ্য সমন্বিত বিকিরণ নয়—
(a) রেডিও তরঙ্গ
(b) X-রশ্মি
(c) UV-রশ্মি
(d) কসমিক রশ্মি
উত্তর: A
প্রশ্ন:৪
কমিউনিটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি ?
(a) মর্টালিটি
(b) লিঙ্গ অনুপাত
(c) ন্যাটালিটি
(d) স্ট্র্যাটিফিকেশন
উত্তর: B
প্রশ্ন:৫
নীচের কোনটি উভচর উদ্ভিদ—
(a) Trapa
(b) Lotus
(c) Typha
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
মাটির সর্বনিম্ন জলস্তরে পৌঁছায় কোন্ গাছের মূল—
(a) Prospis
(b) Aloe
(c) Cactus
(d) Lotus
উত্তর: A
প্রশ্ন:৭
কম্পিটিশনের ফল হল—
(a) সিমবায়ােসিস
(b) মিউটেশন
(c) নিচের সংখ্যা বৃদ্ধি
(d) বিলুপ্তি
উত্তর: C
প্রশ্ন:৮
Population দিবস হল—
(a) 11th July
(b) 5th May
(c) 21st August
(d) 1st December
উত্তর: A
প্রশ্ন:৯
উষ্ণতার সর্বাধিক তারতম্য দেখা যায়—
(a) হ্রদ অঞ্চলে
(b) মরুভূমিতে
(c) সমুদ্র অঞ্চলে
(d) তুন্দ্রা অঞ্চলে
উত্তর: B
প্রশ্ন:১০
বিভিন্ন কমিউনিটি নিয়ে গঠিত বিশাল স্থলভূমিকে বলা হয়—
(a) ইকোসিস্টেম
(b) বায়োম
(c) বায়ােস্ফিয়ার
(d) নিচ্
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment