দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ কী ?
উত্তর:
যেসব উৎসেচক DNA খণ্ডিত করলে ব্যবহৃত হয়, যা প্রধানত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়।
প্রশ্ন:২
ভেক্টর কী ?
উত্তর:
জিন ক্লোনিং-এর জন্য ভেক্টর হল এমন এক মাধ্যম যার সাহায্যে ইপ্সিত জিনকে পােষক কোশের মধ্যে ঢােকানাে যায়।
প্রশ্ন:৩
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ?
উত্তর:
জিনের কার্যকরী সংগঠনের পরিবর্তন ঘটানাের কৌশল।
প্রশ্ন:৪
টোটিপােটেন্সি কাকে বলে ?
উত্তর:
যে ক্ষমতাবলে কোনাে প্রাণীকোশ একটি পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টিতে সক্ষম হয়।
প্রশ্ন:৫
জৈবপ্রযুক্তি কী ?
উত্তর:
জীব বা জীব উপজাত পদার্থের ব্যবহারিক ও শিল্পভিত্তিক প্রয়ােগ।
প্রশ্ন:৬
ট্রান্সজেনেসিস কাকে বলে ?
উত্তর:
যে উপায়ে কোনাে জীবের মধ্যে অপর জীবের জিন ঢােকানাে যায় এবং যার ফলে একটি ট্রান্সজেনিক জীব উৎপন্ন হয় তাকে বলে ট্রান্সজেনেসিস।
প্রশ্ন:৭
প্লাসমিড কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়া কোশে নিজস্ব DNA ছাড়া অপর যে ক্ষুদ্র, চক্রাকার, স্ববিভাজনক্ষম, দ্বিতন্ত্রী DNA থাকে।
প্রশ্ন:৮
ট্রান্সজেনিক কী ?
উত্তর:
ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য যে অভীষ্ট জিনটি ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৯
ক্লোনিং কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় একটি কোশ থেকে একই রকম জিনগত গঠনবিশিষ্ট অনেক কোশ তৈরি হয়।
প্রশ্ন:১০
জিন ক্লোনিং কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে নির্দিষ্ট জিন থেকে অনেকগুলি অভিন্ন প্রতিলিপি তৈরি করা হয়।
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘

Comments
Post a Comment