নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ কী ?
উত্তর:
যেসব উৎসেচক DNA খণ্ডিত করলে ব্যবহৃত হয়, যা প্রধানত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়।
প্রশ্ন:২
ভেক্টর কী ?
উত্তর:
জিন ক্লোনিং-এর জন্য ভেক্টর হল এমন এক মাধ্যম যার সাহায্যে ইপ্সিত জিনকে পােষক কোশের মধ্যে ঢােকানাে যায়।
প্রশ্ন:৩
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ?
উত্তর:
জিনের কার্যকরী সংগঠনের পরিবর্তন ঘটানাের কৌশল।
প্রশ্ন:৪
টোটিপােটেন্সি কাকে বলে ?
উত্তর:
যে ক্ষমতাবলে কোনাে প্রাণীকোশ একটি পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টিতে সক্ষম হয়।
প্রশ্ন:৫
জৈবপ্রযুক্তি কী ?
উত্তর:
জীব বা জীব উপজাত পদার্থের ব্যবহারিক ও শিল্পভিত্তিক প্রয়ােগ।
প্রশ্ন:৬
ট্রান্সজেনেসিস কাকে বলে ?
উত্তর:
যে উপায়ে কোনাে জীবের মধ্যে অপর জীবের জিন ঢােকানাে যায় এবং যার ফলে একটি ট্রান্সজেনিক জীব উৎপন্ন হয় তাকে বলে ট্রান্সজেনেসিস।
প্রশ্ন:৭
প্লাসমিড কাকে বলে ?
উত্তর:
ব্যাকটেরিয়া কোশে নিজস্ব DNA ছাড়া অপর যে ক্ষুদ্র, চক্রাকার, স্ববিভাজনক্ষম, দ্বিতন্ত্রী DNA থাকে।
প্রশ্ন:৮
ট্রান্সজেনিক কী ?
উত্তর:
ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য যে অভীষ্ট জিনটি ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৯
ক্লোনিং কাকে বলে ?
উত্তর:
যে প্রক্রিয়ায় একটি কোশ থেকে একই রকম জিনগত গঠনবিশিষ্ট অনেক কোশ তৈরি হয়।
প্রশ্ন:১০
জিন ক্লোনিং কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতিতে নির্দিষ্ট জিন থেকে অনেকগুলি অভিন্ন প্রতিলিপি তৈরি করা হয়।
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘
⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘⮚⮚⮚⮚⮘⮘⮘⮘
Comments
Post a Comment