নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
cDNA হল—
(a) চক্রকার DNA
(b) প্যাঁচানাে DNA
(c) সাইটোপ্লাজমিক DNA
(d) কমপ্লিমেন্টারি DNA
উত্তর: D
প্রশ্ন:২
কোনটি থেকে Bt জিন পাওয়া যায় ?
(a) Brassica napus
(b) Azolla
(c) Bacillus thuringiensis
(d) Rhizobium
উত্তর: C
প্রশ্ন:৩
স্বাভাবিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল—
(a) Pseudomonas putida
(b) Escherichia coli
(c) Agrobacterium tumefaciens
(d) Bacillus subtilis
উত্তর: C
প্রশ্ন:৪
রিকম্বিন্যান্ট DNA টেকনােলজিতে কোন্ উৎসেচক ব্যবহার করা হয় ?
(a) লাইগেজ
(b) পলিমারেজ
(c) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(d) হেলিকেজ
উত্তর: C
প্রশ্ন:৫
একটি কোশ থেকে অপর কোশে জিনের স্থানান্তরকরণের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোটি ব্যবহার করা হয় ?
(a) ভাইরাস
(b) প্লাসমিড
(c) প্রোব
(d) ভেক্টর
উত্তর: D
প্রশ্ন:৬
হার্বিসাইড রেজিস্ট্যান্ট জিন হল—
(a) Ct
(b) Mt
(c) Bt
(d) GSt
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটি প্লাসমিড ?
(a) EcoRI
(b) pBR322
(c) AluI
(d) Hind III
উত্তর: B
প্রশ্ন:৮
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ যে উৎসেচকগুলি সাধারণত ব্যবহার করা হয় সেগুলি হল—
(a) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ এবং পলিমারেজ
(b) এন্ডােনিউক্লিয়েজ এবং লাইগেজ
(c) রেস্ট্রিকশন এভােনিউক্লিয়েজ এবং লাইগেজ
(d) লাইগেজ এবং পলিমারেজ
উত্তর: C
প্রশ্ন:৯
DNA সাধারণত কোথায় মিথাইলেটেড হয় ?
(a) A-base
(b) G-base
(c) T-base
(d) C-base
উত্তর: D
প্রশ্ন:১০
জিনের সংযােজন এবং বিয়ােজন হল—
(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(b) বায়ােটেকনােলজি
(c) জিন থেরাপি
(d) সাইটোজেনেটিক্স
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment