দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
cDNA হল—
(a) চক্রকার DNA
(b) প্যাঁচানাে DNA
(c) সাইটোপ্লাজমিক DNA
(d) কমপ্লিমেন্টারি DNA
উত্তর: D
প্রশ্ন:২
কোনটি থেকে Bt জিন পাওয়া যায় ?
(a) Brassica napus
(b) Azolla
(c) Bacillus thuringiensis
(d) Rhizobium
উত্তর: C
প্রশ্ন:৩
স্বাভাবিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল—
(a) Pseudomonas putida
(b) Escherichia coli
(c) Agrobacterium tumefaciens
(d) Bacillus subtilis
উত্তর: C
প্রশ্ন:৪
রিকম্বিন্যান্ট DNA টেকনােলজিতে কোন্ উৎসেচক ব্যবহার করা হয় ?
(a) লাইগেজ
(b) পলিমারেজ
(c) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
(d) হেলিকেজ
উত্তর: C
প্রশ্ন:৫
একটি কোশ থেকে অপর কোশে জিনের স্থানান্তরকরণের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোটি ব্যবহার করা হয় ?
(a) ভাইরাস
(b) প্লাসমিড
(c) প্রোব
(d) ভেক্টর
উত্তর: D
প্রশ্ন:৬
হার্বিসাইড রেজিস্ট্যান্ট জিন হল—
(a) Ct
(b) Mt
(c) Bt
(d) GSt
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটি প্লাসমিড ?
(a) EcoRI
(b) pBR322
(c) AluI
(d) Hind III
উত্তর: B
প্রশ্ন:৮
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ যে উৎসেচকগুলি সাধারণত ব্যবহার করা হয় সেগুলি হল—
(a) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ এবং পলিমারেজ
(b) এন্ডােনিউক্লিয়েজ এবং লাইগেজ
(c) রেস্ট্রিকশন এভােনিউক্লিয়েজ এবং লাইগেজ
(d) লাইগেজ এবং পলিমারেজ
উত্তর: C
প্রশ্ন:৯
DNA সাধারণত কোথায় মিথাইলেটেড হয় ?
(a) A-base
(b) G-base
(c) T-base
(d) C-base
উত্তর: D
প্রশ্ন:১০
জিনের সংযােজন এবং বিয়ােজন হল—
(a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(b) বায়ােটেকনােলজি
(c) জিন থেরাপি
(d) সাইটোজেনেটিক্স
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment