নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
বায়ােগ্যাস উৎপাদনের ক্ষেত্রে যা ব্যবহার করা হয় তা হল—
(a) অ্যাগরােব্যাকটেরিয়াম
(b) রাইজোবিয়াম
(c) অ্যাজোটোব্যাকটর
(d) মিথানােব্যাকটেরিয়াম
উত্তর: D
প্রশ্ন:২
এর মধ্যে কোন্ উদ্ভিদটি বালিমাটিতে সবুজ সার হিসেবে ব্যবহৃত হয় ?
(a) Saccharum munja এবং Lantana camara
(b) Crotolaria juncea এবং Alhagi camelorum
(c) Dichanthium annulatum এবং Azolla nilotica
(d) Calotropis procera এবং Phyllanthus niruri
উত্তর: B
প্রশ্ন:৩
অ্যাজোলা বায়ােফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় কারণ—
(a) এর সঙ্গে নাইট্রোজেন সংবর্ধনকারী রাইজোবিয়ামের সম্পর্ক আছে
(b) মাইকোরাইজার সম্পর্ক আছে
(c) বিপুলায়তন বায়ােমাস উৎপন্ন করে
(d) নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানােব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্ক বহন করে
উত্তর: D
প্রশ্ন:৪
বায়ােগ্যাস উৎপাদনে গােবর সার ছাড়া আর যে সমস্ত আগাছা ব্যবহার করা হয় তা হল—
(a) Solanum nigrum
(b) Parthenium hysterophorus
(c) Hydrilla
(d) Eichhornia crassipes
উত্তর: A
প্রশ্ন:৫
মাইকোরাইজা যেভাবে কাজ করে—
(a) পরিবর্তিত মূল হিসেবে
(b) যান্ত্রিক কলা
(c) অঙ্গজ জননের জন্য প্রয়ােজনীয় অঙ্গ হিসেবে
(d) প্রতিকূল পরিবেশে মূলরােম হিসেবে
উত্তর: D
প্রশ্ন:৬
এদের মধ্যে কোন্ বিজ্ঞানী দেখান যে কিছু সংখ্যক উদ্ভিদ হাইড্রোকার্বনের উৎস হিসেবে কার্য সম্পাদন করে ?
(a) John Priestley
(b) Robert Brown
(c) Melvin Calvin
(d) Hans Krebs
উত্তর: C
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ ব্যাকটেরিয়াটি গােবর গ্যাস প্লান্টে ব্যবহার করা হয় ?
(a) অ্যামােনিফাইং
(b) ডিনাইট্রিফাইং
(c) মেথনােজেনস
(d) নাইট্রিফাইং
উত্তর: C
প্রশ্ন:৮
বায়ােএনার্জি পাওয়া যায়—
(a) প্রাকৃতিক গ্যাস থেকে
(b) বায়ােমাস থেকে
(c) সিন্থেটিক জ্বালানি থেকে
(d) পেট্রোলিয়াম থেকে
উত্তর: B
প্রশ্ন:৯
মাইকোরাইজা হল একটি—
(a) বিয়ােজকের উদাহরণ
(b) অন্তঃপরজীবীর উদাহরণ
(c) বহিঃপরজীবির উদাহরণ
(d) সিমবায়ােটিক সম্পর্কের উদাহরণ
উত্তর: D
প্রশ্ন:১০
এর মধ্যে কোনটি বায়ােফার্টিলাইজার ?
(a) নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া
(b) মাইকোরাইজা
(c) নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানােব্যাকটেরিয়া
(d) ওপরের সবকটিই
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment