নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কীটনাশক Pyrethrum প্রস্তুত করা হয়—
(a) Tephrosia থেকে
(b) Cymbopongon থেকে
(c) Crysanthemum থেকে
(d) Vetiveria থেকে
উত্তর: C
প্রশ্ন:২
1960 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে wheat yield revolution হয়েছিল তা সম্ভব হয়েছিল কারণ—
(a) ক্লোরােফিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল
(b) সংকর বীজ
(c) মিউটেশনের দরুন উদ্ভিদের দৈর্ঘ্য কমে গিয়েছিল
(d) কোয়ানটিটেটিভ ট্রেট মিউটেশন
উত্তর: C
প্রশ্ন:৩
Bt কটন কোটি থেকে নিজেকে প্রতিরােধ করে ?
(a) লবণ
(b) জৈবসার
(c) পতঙ্গ
(d) শুষ্ক পরিবেশ
উত্তর: C
প্রশ্ন:৪
বায়ােগ্যাসে মূলত থাকে—
(a) মিথেন
(b) হাইড্রোজেন
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) ইথেন
উত্তর: A
প্রশ্ন:৫
নিম থেকে উৎপন্ন কোন্ যৌগটি পতঙ্গের নিবারক হিসেবে ব্যবহৃত হয় ?
(a) এনড্রিন
(b) রােটেনান
(c) অ্যাজাডিরাকটিন
(d) প্যারাথিয়ন
উত্তর: C
প্রশ্ন:৬
মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানােব্যাকটেরিয়া যার সঙ্গে জলজ ফার্ন অ্যাজোলার সম্পর্ক আছে তা হল—
(a) নস্টক
(b) অ্যানাবিনা
(c) ক্লোরেল্লা
(d) ইউলােথ্রিক্স
উত্তর: B
প্রশ্ন:৭
Bacillus thuringiensis (Bt) স্ট্রেন নােভেল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়—
(a) বায়ােফার্টিলাইজার
(b) বায়ােইনসেক্টিসাইডাল উদ্ভিদ
(c) বায়ােমেটালােরিজিকাল পদ্ধতি
(d) বায়ােমিনারালাইজেশন পদ্ধতি
উত্তর: B
প্রশ্ন:৮
‘Bt’ টক্সিন হল—
(a) ফ্যাট বা লিপিড
(b) অন্তঃকোশীয় লিপিড
(c) বহিঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
(d) অন্তঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
উত্তর: C
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি থাকার জন্য প্রােডিউসার গ্যাস বায়ােগ্যাসের থেকে আলাদা ?
(a) কার্বন ডাইঅক্সাইড
(b) ইথেন
(c) কার্বন মনােক্সাইড
(d) মিথেন
উত্তর: C
প্রশ্ন:১০
মাইকোরাইজা যেভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়—
(a) সংক্রমণের হাত থেকে উদ্ভিদদের বাঁচায়
(b) উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
(c) মাটি থেকে অজৈব আয়ন শােষণ করে
(d) বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারে সাহায্য করে
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment