দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কীটনাশক Pyrethrum প্রস্তুত করা হয়—
(a) Tephrosia থেকে
(b) Cymbopongon থেকে
(c) Crysanthemum থেকে
(d) Vetiveria থেকে
উত্তর: C
প্রশ্ন:২
1960 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে wheat yield revolution হয়েছিল তা সম্ভব হয়েছিল কারণ—
(a) ক্লোরােফিলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল
(b) সংকর বীজ
(c) মিউটেশনের দরুন উদ্ভিদের দৈর্ঘ্য কমে গিয়েছিল
(d) কোয়ানটিটেটিভ ট্রেট মিউটেশন
উত্তর: C
প্রশ্ন:৩
Bt কটন কোটি থেকে নিজেকে প্রতিরােধ করে ?
(a) লবণ
(b) জৈবসার
(c) পতঙ্গ
(d) শুষ্ক পরিবেশ
উত্তর: C
প্রশ্ন:৪
বায়ােগ্যাসে মূলত থাকে—
(a) মিথেন
(b) হাইড্রোজেন
(c) কার্বন ডাইঅক্সাইড
(d) ইথেন
উত্তর: A
প্রশ্ন:৫
নিম থেকে উৎপন্ন কোন্ যৌগটি পতঙ্গের নিবারক হিসেবে ব্যবহৃত হয় ?
(a) এনড্রিন
(b) রােটেনান
(c) অ্যাজাডিরাকটিন
(d) প্যারাথিয়ন
উত্তর: C
প্রশ্ন:৬
মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানােব্যাকটেরিয়া যার সঙ্গে জলজ ফার্ন অ্যাজোলার সম্পর্ক আছে তা হল—
(a) নস্টক
(b) অ্যানাবিনা
(c) ক্লোরেল্লা
(d) ইউলােথ্রিক্স
উত্তর: B
প্রশ্ন:৭
Bacillus thuringiensis (Bt) স্ট্রেন নােভেল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়—
(a) বায়ােফার্টিলাইজার
(b) বায়ােইনসেক্টিসাইডাল উদ্ভিদ
(c) বায়ােমেটালােরিজিকাল পদ্ধতি
(d) বায়ােমিনারালাইজেশন পদ্ধতি
উত্তর: B
প্রশ্ন:৮
‘Bt’ টক্সিন হল—
(a) ফ্যাট বা লিপিড
(b) অন্তঃকোশীয় লিপিড
(c) বহিঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
(d) অন্তঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
উত্তর: C
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটি থাকার জন্য প্রােডিউসার গ্যাস বায়ােগ্যাসের থেকে আলাদা ?
(a) কার্বন ডাইঅক্সাইড
(b) ইথেন
(c) কার্বন মনােক্সাইড
(d) মিথেন
উত্তর: C
প্রশ্ন:১০
মাইকোরাইজা যেভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়—
(a) সংক্রমণের হাত থেকে উদ্ভিদদের বাঁচায়
(b) উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
(c) মাটি থেকে অজৈব আয়ন শােষণ করে
(d) বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উদ্ভিদের ব্যবহারে সাহায্য করে
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment