নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
কোনটি ঠিক ?
(a) থাইরক্সিন—অ্যাড্রিনাল
(b) রাউস সারকোমা—রিভার্স ট্রান্সক্রিপটেজ
(c) শিখা কোশ—গােলকৃমি
(d) লাইগেজ—ভগ্ন DNA তন্ত্রী
উত্তর: B
প্রশ্ন:২
DNA অণুর ব্যাসার্ধ হল—
(a) 30 Å
(b) 3.4 Å
(c) 20 Å
(d) 34 Å
উত্তর: C
প্রশ্ন:৩
এক্সট্রা নিউক্লিয়ার DNA ঘটে—
(a) পারক্সিজোম ও রাইবােজোম
(b) ক্লোরােপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া
(c) মাইটোকন্ড্রিয়া ও রাইবােজোম
(d) ক্লোরােপ্লাস্ট ও লাইসােজোম
উত্তর: B
প্রশ্ন:৪
পয়েন্ট মিউটেশনের কারণ হল—
(a) ইনভারশন
(b) ট্রানজিশন
(c) ডিলিশন
(d) সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৫
Lac Operon-এ ল্যাকটোজের ভূমিকা হল—
(a) কো-রিপ্রেসর
(b) রিপ্রেসর
(c) কো-ইনডিউসার
(d) ইনডিউসার
উত্তর: D
প্রশ্ন:৬
কোন্ এনজাইমের দ্বারা ওকাজাকি খণ্ডক যুক্ত হয় ?
(a) RNA পলিমারেজ II
(b) DNA পলিমারেজ II
(c) DNA লাইগেজ
(d) DNA হেলিক্স
উত্তর: C
প্রশ্ন:৭
DNA-র নিউক্লিওটাইডের বিন্যাসের পরিবর্তন হল—
(a) ট্রানস্লেশন
(b) মিউটেশন
(c) রিকম্বিনেশন
(d) মিউটাজেন
উত্তর: B
প্রশ্ন:৮
ট্রানস্লেশনের জন্য যে প্রবাহটি হয়—
(a) DNA—প্রােটিন
(b) mRNA—DNA
(c) DNA—m-RNA
(d) m-RNA—প্রােটিন
উত্তর: D
প্রশ্ন:৯
ফ্রেম শিফট মিউটেশন ঘটে যখন—
(a) অ্যান্টিকোডনের অনুপস্থিত
(b) বেসের বিলুপ্তিকরণ
(c) বেসের সংযুতিকরণ
(d) বেসের সংযুক্তি বা বিলুপ্তিকরণ
উত্তর: D
প্রশ্ন:১০
থার্মাল চক্র ব্যবহার হয়—
(a) এনজাইম ক্যাটালাইজড বিক্রিয়া
(b) PCR
(c) রাসায়নিক বিক্রিয়া
(d) বেডিয়াে অ্যাক্টিভেশন
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment