নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
টাইফয়েডের জন্য দায়ী হল—
(a) সিগেলা (Sigella)
(b) সালমােনেলা (Salmonella)
(c) জিয়ারডিয়া (Giardia)
(d) এসচেরিচিয়া (Escherichia)
উত্তর: B
প্রশ্ন:২
লিম্ফ নােড এবং প্লিহাতে কী প্রকারের ক্যানসার দেখা যায়—
(a) লিম্ফোমা
(b) লিউকেমিয়া
(c) সারকোমা
(d) কারসিনােমা
উত্তর: C
প্রশ্ন:৩
ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে, তা হল—
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) সাপের বিষ
(d) ছত্রাক
উত্তর: A
প্রশ্ন:৪
সংক্রমণকালে T-cell যার ওপর প্রভাব বিস্তার করে—
(a) এরিথ্রোসাইটস
(b) সংক্রমিত কোশ
(c) B-cell
(d) ম্যাক্রোফাজেস
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি ডেঙ্গু রােগের কারণ —
(a) পুরুষ অ্যানােফিলিস
(b) স্ত্রী অ্যানােফিলিস
(c) স্ত্রী এডিস
(d) ওপরের সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৬
গামা-গ্লোবিউলিনস্ কোথায় সংশ্লেষিত হয়—
(a) বৃক্কে
(b) অস্থিমজ্জায়
(c) লিম্ফ এবং লিম্ফনােডে
(d) যকৃতে
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিসিরামের মধ্যে—
(a) অ্যান্টিবডি থাকে
(b) লােহিত রক্তকণিকা থাকে
(c) শ্বেত রক্তকণিকা থাকে
(d) অ্যান্টিজেন থাকে
উত্তর: A
প্রশ্ন:৮
ম্যালেরিয়ার প্রােফাইল্যাকটিক ড্রাগ হল—
(a) অ্যাসপিরিন
(b) পালুড্রিন
(c) নাক্স ভমিকা
(d) টেট্রাসাইক্লিন
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটির মাধ্যমে AIDS পরিবাহিত হয়—
(a) পূর্বরোগের দ্বারা
(b) ব্লাড টান্সফিউশন
(c) করমর্দন
(d) ওপরের সবকটিই
উত্তর: B
প্রশ্ন:১০
HIV-র একটি প্রােটিন কোট এবং একটি জেনেটিক বস্তু থাকে, যা হল—
(a) ds DNA
(b) ss DNA
(c) ds RNA
(d) ss RNA
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment