দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
টাইফয়েডের জন্য দায়ী হল—
(a) সিগেলা (Sigella)
(b) সালমােনেলা (Salmonella)
(c) জিয়ারডিয়া (Giardia)
(d) এসচেরিচিয়া (Escherichia)
উত্তর: B
প্রশ্ন:২
লিম্ফ নােড এবং প্লিহাতে কী প্রকারের ক্যানসার দেখা যায়—
(a) লিম্ফোমা
(b) লিউকেমিয়া
(c) সারকোমা
(d) কারসিনােমা
উত্তর: C
প্রশ্ন:৩
ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে, তা হল—
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) সাপের বিষ
(d) ছত্রাক
উত্তর: A
প্রশ্ন:৪
সংক্রমণকালে T-cell যার ওপর প্রভাব বিস্তার করে—
(a) এরিথ্রোসাইটস
(b) সংক্রমিত কোশ
(c) B-cell
(d) ম্যাক্রোফাজেস
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি ডেঙ্গু রােগের কারণ —
(a) পুরুষ অ্যানােফিলিস
(b) স্ত্রী অ্যানােফিলিস
(c) স্ত্রী এডিস
(d) ওপরের সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৬
গামা-গ্লোবিউলিনস্ কোথায় সংশ্লেষিত হয়—
(a) বৃক্কে
(b) অস্থিমজ্জায়
(c) লিম্ফ এবং লিম্ফনােডে
(d) যকৃতে
উত্তর: C
প্রশ্ন:৭
অ্যান্টিসিরামের মধ্যে—
(a) অ্যান্টিবডি থাকে
(b) লােহিত রক্তকণিকা থাকে
(c) শ্বেত রক্তকণিকা থাকে
(d) অ্যান্টিজেন থাকে
উত্তর: A
প্রশ্ন:৮
ম্যালেরিয়ার প্রােফাইল্যাকটিক ড্রাগ হল—
(a) অ্যাসপিরিন
(b) পালুড্রিন
(c) নাক্স ভমিকা
(d) টেট্রাসাইক্লিন
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোনটির মাধ্যমে AIDS পরিবাহিত হয়—
(a) পূর্বরোগের দ্বারা
(b) ব্লাড টান্সফিউশন
(c) করমর্দন
(d) ওপরের সবকটিই
উত্তর: B
প্রশ্ন:১০
HIV-র একটি প্রােটিন কোট এবং একটি জেনেটিক বস্তু থাকে, যা হল—
(a) ds DNA
(b) ss DNA
(c) ds RNA
(d) ss RNA
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment