নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ভারতে ভুটিয়া কোন্ প্রাণীর ব্রিড ?
(a) শূকরের
(b) গাধার
(c) ঘােড়ার
(d) গবাদি পশুর
উত্তর: C
প্রশ্ন:২
‘সেন্ট্রাল সুগার কেন ব্রিডিং রিসার্চ ইন্সটিটিউটটি’ কোথায় অবস্থিত ?
(a) কোয়েম্বাটোর
(b) ভােপাল
(c) দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
মৌমাছির বিষের দ্বারা কোন্ রােগ সারানাে যায় ?
(a) ল্যারিনজাইটিস
(b) ব্রংকাইটিস
(c) আর্থ্রাইটিস
(d) সিস্টিটিস
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ পদ্ধতির দ্বারা ভারতবর্ষের জলবায়ু উপযােগী অধিকতর উন্নতমানের গম উৎপাদন করা হয় ?
(a) পলিপেপটাইডের ক্লোনিং দ্বারা
(b) হাইব্রিডাইজেশন এবং মিউটেশন দ্বারা
(c) পলিপ্লয়ডি এবং হাইব্রিডাইজেশন দ্বারা
(d) মিউটেশন এবং ক্লোনিং দ্বারা
উত্তর: B
প্রশ্ন:৫
ন্যাশানাল ডেয়ারি রিসার্চ ইনসটিটিউটটি কোথায় অবস্থিত ?
(a) কারনাল
(b) চেন্নাই
(c) চণ্ডীগড়
(d) লখনউ
উত্তর: A
প্রশ্ন:৬
কোন্ দেশ থেকে ভারতে উন্নততর ধানের প্রকরণ IR-8 টির প্রচলন করা হয় ?
(a) বাংলাদেশ
(b) তাইওয়ান
(c) জাপান
(d) ফিলিপিনস
উত্তর: D
প্রশ্ন:৭
ফিসমিটকে উন্নত হিসেবে ধরা হয় কারণ—
(a) এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম
(b) প্রােটিনের পরিমাণ বেশি
(c) ফ্যাটের পরিমাণ বেশি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
ভারতবর্ষে Bombyx mori (সিল্কমথ) মালবেরি পাতায় বসবাস করে। এর আয়ু হল—
(a) 8-10 দিন
(b) 3.5-6 দিন
(c) 3-4 দিন
(d) 1-2 দিন
উত্তর: C
প্রশ্ন:৯
সব থেকে পুরানাে ব্রিডিং পদ্ধতিটি হল—
(a) হাইব্রিডাইজেশন
(b) ইন্ট্রোডাকশন
(c) মিউটেশন ব্রিডিং
(d) সিলেকশন
উত্তর: D
প্রশ্ন:১০
ভারতবর্ষে সবচেয়ে বড়াে কাঁচা রেশম উৎপাদনের কেন্দ্রটি হল—
(a) আসাম
(b) জম্মু ও কাশ্মীর
(c) তামিলনাড়ু
(d) কর্ণাটক
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment