দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ভারতে ভুটিয়া কোন্ প্রাণীর ব্রিড ?
(a) শূকরের
(b) গাধার
(c) ঘােড়ার
(d) গবাদি পশুর
উত্তর: C
প্রশ্ন:২
‘সেন্ট্রাল সুগার কেন ব্রিডিং রিসার্চ ইন্সটিটিউটটি’ কোথায় অবস্থিত ?
(a) কোয়েম্বাটোর
(b) ভােপাল
(c) দিল্লি
(d) লখনউ
উত্তর: D
প্রশ্ন:৩
মৌমাছির বিষের দ্বারা কোন্ রােগ সারানাে যায় ?
(a) ল্যারিনজাইটিস
(b) ব্রংকাইটিস
(c) আর্থ্রাইটিস
(d) সিস্টিটিস
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ পদ্ধতির দ্বারা ভারতবর্ষের জলবায়ু উপযােগী অধিকতর উন্নতমানের গম উৎপাদন করা হয় ?
(a) পলিপেপটাইডের ক্লোনিং দ্বারা
(b) হাইব্রিডাইজেশন এবং মিউটেশন দ্বারা
(c) পলিপ্লয়ডি এবং হাইব্রিডাইজেশন দ্বারা
(d) মিউটেশন এবং ক্লোনিং দ্বারা
উত্তর: B
প্রশ্ন:৫
ন্যাশানাল ডেয়ারি রিসার্চ ইনসটিটিউটটি কোথায় অবস্থিত ?
(a) কারনাল
(b) চেন্নাই
(c) চণ্ডীগড়
(d) লখনউ
উত্তর: A
প্রশ্ন:৬
কোন্ দেশ থেকে ভারতে উন্নততর ধানের প্রকরণ IR-8 টির প্রচলন করা হয় ?
(a) বাংলাদেশ
(b) তাইওয়ান
(c) জাপান
(d) ফিলিপিনস
উত্তর: D
প্রশ্ন:৭
ফিসমিটকে উন্নত হিসেবে ধরা হয় কারণ—
(a) এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম
(b) প্রােটিনের পরিমাণ বেশি
(c) ফ্যাটের পরিমাণ বেশি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
ভারতবর্ষে Bombyx mori (সিল্কমথ) মালবেরি পাতায় বসবাস করে। এর আয়ু হল—
(a) 8-10 দিন
(b) 3.5-6 দিন
(c) 3-4 দিন
(d) 1-2 দিন
উত্তর: C
প্রশ্ন:৯
সব থেকে পুরানাে ব্রিডিং পদ্ধতিটি হল—
(a) হাইব্রিডাইজেশন
(b) ইন্ট্রোডাকশন
(c) মিউটেশন ব্রিডিং
(d) সিলেকশন
উত্তর: D
প্রশ্ন:১০
ভারতবর্ষে সবচেয়ে বড়াে কাঁচা রেশম উৎপাদনের কেন্দ্রটি হল—
(a) আসাম
(b) জম্মু ও কাশ্মীর
(c) তামিলনাড়ু
(d) কর্ণাটক
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment