নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
মূলযুক্ত আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনটি—
(a) Najas
(b) Potamogeton
(c) Rannunculus
(d) কোনোটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
এস্টিভেশন করে ক্ষেত্রে দেখা যায়—
(a) লাংফিস
(b) পরিযায়ী পাখি
(c) হরিণ
(d) সরীসৃপ
উত্তর: A
প্রশ্ন:৩
উজ্জ্বল আলােকে প্রাণীর গাত্র বর্ণ—
(a) নীল হয়
(b) হালকা হয়
(c) ট্যান হয়
(d) গাঢ় রঙের হয়
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ ধরনের বৃদ্ধি লেখচিত্রে এক্সপােনেনসিয়াল দশার পর পপুলেশন বৃদ্ধির হার আর না বেড়ে একই হারে চলতে থাকে ?
(a) S-আকৃতির
(b) J-আকৃতির
(c) গােলাকার
(d) বিক্ষিপ্তাকার
উত্তর: A
প্রশ্ন:৫
মানব জনসংখ্যা পাঠ হল—
(a) সাইকোলজি
(b) বায়ােগ্রাফি
(c) ডেমােগ্রাফি
(d) ক্যালোগ্রাফি
উত্তর: C
প্রশ্ন:৬
ক্যাকটাসে সালােকসংশ্লেষ সম্পন্ন হয় কার দ্বারা ?
(a) ফাইলােক্ল্যাডােড
(b) ফাইলােড
(c) পাতা
(d) মঞ্জরিপত্র
উত্তর: A
প্রশ্ন:৭
ভােরেরবেলায় সক্রিয় হয় যে সব প্রাণী তাদের বলে—
(a) অরােরাল
(b) ডাই আরনাল
(c) ভেসপেরাল
(d) a ও c উভয়ই
উত্তর: A
প্রশ্ন:৮
ভাসমান জলজ উদ্ভিদ কোনটি—
(a) Spirodela
(b) Typha
(c) Sagittaria
(d) Najas
উত্তর: A
প্রশ্ন:৯
এক জীব থেকে অন্য জীবে রােগ সংক্রমক জীব হল—
(a) জীবাণুনাশক
(b) ভেক্টর
(c) পােষক
(d) মিথােজীবী
উত্তর: B
প্রশ্ন:১০
ভূমিক্ষয় রােধ করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হল—
(a) অত্যধিক পশুচারণ
(b) পরিবেশ বিদ্যা সম্পর্কে অজ্ঞান আহরণ
(c) অত্যধিক গাছ কাটা
(d) বনসৃজন
উত্তর: D
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment