নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ইকোসিস্টেমের শক্তির উৎস হল—
(a) ATP
(b) সবুজ উদ্ভিদ
(c) সূর্য
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
এক ব্যক্তি খাদ্যরূপে দই গ্রহণ করছেন। ওই ব্যক্তি ট্রফিক লেভেলের কোন্ স্তরে অবস্থান করছেন ?
(a) তৃতীয়
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) প্রথম
উত্তর: A
প্রশ্ন:৩
তৃণভূমির বাস্তুতন্ত্রে সংখ্যার পিরামিডের প্রকৃতি হল—
(a) ঋণাত্মক
(b) ওলটানাে
(c) উর্ধ্বমুখী
(d) রৈখিক
উত্তর: C
প্রশ্ন:৪
সালফারের প্রধান উৎস হল—
(a) পাহাড়
(b) স্থলভূমি
(c) হ্রদ
(d) সমুদ্র
উত্তর: A
প্রশ্ন:৫
বায়ােমাসের উর্ধ্বমুখী পিরামিডে তৃণভােজীরা কোন্ স্থানে অবস্থিত ?
(a) 2
(b) 1
(c) 4
(d) 3
উত্তর: A
প্রশ্ন:৬
তৃণভােজী প্রাণীরা ট্রফিক লেভেলের কোন্ স্তরে অবস্থান করে ?
(a) দ্বিতীয়
(b) প্রথম
(c) তৃতীয়
(d) অন্তর্বর্তী
উত্তর: A
প্রশ্ন:৭
কত প্রকার খাদ্যশৃঙ্খল দেখা যায়—
(a) 3
(b) 1
(c) 2
(d) 4
উত্তর: A
প্রশ্ন:৮
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ নিম্নলিখিত কোনটির উদাহরণ ?
(a) ইকোসিস্টেম
(b) বায়ােম
(c) কমিউনিটি
(d) পপুলেশন
উত্তর: A
প্রশ্ন:৯
অ্যামােনিফাইং ব্যাকটেরিয়াম হল—
(a) Bacillus
(b) Nitrosomonas
(c) Azotobacter
(d) Clostridium
উত্তর: A
প্রশ্ন:১০
জীবসম্প্রদায়ের প্রাথমিক খাদক কারা ?
(a) তৃণভােজী
(b) ডেট্রিভোরস
(c) ওমনিভোরস
(d) খাদক
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment