নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
SCID-তে জিন থেরাপির জন্য ভেক্টরের মতাে ব্যবহার হয়—
(a) রেট্রোভাইরাস
(b) এন্টেরােভাইরাস
(c) আর্বোভাইরাস
(d) রােটাভাইরাস
উত্তর: A
প্রশ্ন:২
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোনটি বেশি ব্যবহৃত হয় ?
(a) অ্যানােফিলিস
(b) ড্রাগন মাছি
(c) ড্রাগন লিজার্ড
(d) ফলমাছি
উত্তর: D
প্রশ্ন:৩
রিকম্বিন্যান্ট DNA টেকনােলজিতে কোটি ব্যবহার হয় ?
(a) ভাইরাস
(b) ভাইরাসের ক্যাপসিড
(c) ভাইরাসের কোশপ্রাচীর
(d) যে জিন ভাইরাসের ক্যাপসিড উৎপন্ন করে
উত্তর: B
প্রশ্ন:৪
বৃহৎ DNA অণুর ক্লোনিং-এর ক্ষেত্রে কোন্ ভেক্টর ব্যবহার করা হয় ?
(a) প্লাসমিড
(b) ব্যাকটেরিওফাজ
(c) Ti প্লাসমিড
(d) কসমিড
উত্তর: D
প্রশ্ন:৫
কোন্ রােগটির মধ্যে β-লিম্ফোসাইট এবং T-লিম্ফোসাইট তৈরি হয় ?
(a) এইডস
(b) SCID
(c) সিসটিক ফাইব্রোসিস
(d) মাসকুলার ডিসট্রোফি
উত্তর: B
প্রশ্ন:৬
রিকম্বিন্যান্ট DNA টেকনোেলজিতে রেস্ট্রিকশন এন্ডেনিউক্লিয়েড সবথেকে বেশি ব্যবহৃত হয়। সেগুলি পাওয়া যায় কোনটি থেকে ?
(a) ব্যাকটেরিওফাজ
(b) ব্যাকটেরিয়া কোশ
(c) প্লাসমিড
(d) সমস্ত প্রােক্যারিওটিক কোশ
উত্তর: B
প্রশ্ন:৭
ট্রান্সজেনিক হিরুডিন কোথা থেকে পাওয়া যায় ?
(a) Ocimum sanctum
(b) Brassica napus
(c) Potato
(d) Tomato
উত্তর: B
প্রশ্ন:৮
T-DNA'র জন্য ভেক্টরটি হল—
(a) Thermus aquaticus
(b) Salmonella typhimurium
(c) Agrobacterium tumefaciens
(d) Escherichia coli
উত্তর: C
প্রশ্ন:৯
DNA হল আম্লিক কারণ—
(a) সুগার
(b) ফসফোরিক অ্যাসিড
(c) পিউরিন
(d) পিরিমিডিন
উত্তর: B
প্রশ্ন:১০
বায়ােটেকনােলজির উৎপাদিত দ্রব্য হল—
(a) ট্রান্সজেনিক গ্রুপ
(b) বায়ােফার্টিলাইজার
(c) হিউমিউলিন
(d) উপরের সবকটি
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment