দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোন্ বন্ডের গঠনে লাইগেজেস অনুঘটকরূপে কাজ করে ?
(a) H–H
(b) C=C
(c) C–H
(d) C=O
উত্তর: D
প্রশ্ন:২
জিন ক্লোনিং-এর সাহায্যে বহিরাগত জিনপ্রাপ্ত জীবটিকে কী বলা হয় ?
(a) ট্রান্সফরমড
(b) ট্রান্সডিউসড
(c) ট্রান্সজেনিক
(d) ক্লোনড
উত্তর: C
প্রশ্ন:৩
কোথায় PCR সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ?
(a) অ্যামাইনাে অ্যাসিড সিন্থেসিস
(b) প্রােটিন সিন্থেসিস
(c) DNA অ্যামপ্লিফিকেশন
(d) DNA সিন্থেসিস
উত্তর: C
প্রশ্ন:৪
RDT-তে রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস কোথা থেকে পাওয়া যায় ?
(a) ব্যাকটেরিয়া কোশ
(b) প্লাসমিড
(c) ব্যাকটেরিওফাজ
(d) সমস্ত প্রােক্যারিওটিক
উত্তর: A
প্রশ্ন:৫
DNA পলিমারেজ কে/কারা অনুসন্ধান করেছিলেন ?
(a) Korenberg
(b) Boliver এবং Rodrigez
(c) Bert
(d) Stanley Cohen এবং Herbert Boyer
উত্তর: A
প্রশ্ন:৬
ভেক্টর DNA এবং খণ্ডিত ইপ্সিত DNA কোন্ উৎসেচকের প্রভাবে সংযুক্ত হয় ?
(a) পলিমারেজ
(b) ট্রান্সফারেজ
(c) এন্ডােনিউক্লিয়েজ
(d) লাইগেজ
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটির মাধ্যমে ‘জায়েন্ট মাউস’ উৎপন্ন হয় ?
(a) জিন ম্যানিপুলেশন
(b) টিস্যু কালচার
(c) জিন ডিফারেনসিয়েশন
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৮
মিয়ােসিসের কোন্ দশায় রিকম্বিন্যান্ট DNA তৈরি হয় ?
(a) ডিপ্লোটিন
(b) জাইগােটিন
(c) প্যাকিটিন
(d) মেটাফেজ
উত্তর: C
প্রশ্ন:৯
উদ্ভিদে ক্রাউন গল ডিজিস হওয়ার কারণ হল—
(a) Pi প্লাসমিড
(b) Ti প্লাসমিড
(c) ভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:১০
প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর হল—
(a) ফাজমিড ভেক্টর
(b) কসমিড ভেক্টর
(c) MI3
(d) pBR322
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment