নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
নীচের কোন্ বন্ডের গঠনে লাইগেজেস অনুঘটকরূপে কাজ করে ?
(a) H–H
(b) C=C
(c) C–H
(d) C=O
উত্তর: D
প্রশ্ন:২
জিন ক্লোনিং-এর সাহায্যে বহিরাগত জিনপ্রাপ্ত জীবটিকে কী বলা হয় ?
(a) ট্রান্সফরমড
(b) ট্রান্সডিউসড
(c) ট্রান্সজেনিক
(d) ক্লোনড
উত্তর: C
প্রশ্ন:৩
কোথায় PCR সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ?
(a) অ্যামাইনাে অ্যাসিড সিন্থেসিস
(b) প্রােটিন সিন্থেসিস
(c) DNA অ্যামপ্লিফিকেশন
(d) DNA সিন্থেসিস
উত্তর: C
প্রশ্ন:৪
RDT-তে রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস কোথা থেকে পাওয়া যায় ?
(a) ব্যাকটেরিয়া কোশ
(b) প্লাসমিড
(c) ব্যাকটেরিওফাজ
(d) সমস্ত প্রােক্যারিওটিক
উত্তর: A
প্রশ্ন:৫
DNA পলিমারেজ কে/কারা অনুসন্ধান করেছিলেন ?
(a) Korenberg
(b) Boliver এবং Rodrigez
(c) Bert
(d) Stanley Cohen এবং Herbert Boyer
উত্তর: A
প্রশ্ন:৬
ভেক্টর DNA এবং খণ্ডিত ইপ্সিত DNA কোন্ উৎসেচকের প্রভাবে সংযুক্ত হয় ?
(a) পলিমারেজ
(b) ট্রান্সফারেজ
(c) এন্ডােনিউক্লিয়েজ
(d) লাইগেজ
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটির মাধ্যমে ‘জায়েন্ট মাউস’ উৎপন্ন হয় ?
(a) জিন ম্যানিপুলেশন
(b) টিস্যু কালচার
(c) জিন ডিফারেনসিয়েশন
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৮
মিয়ােসিসের কোন্ দশায় রিকম্বিন্যান্ট DNA তৈরি হয় ?
(a) ডিপ্লোটিন
(b) জাইগােটিন
(c) প্যাকিটিন
(d) মেটাফেজ
উত্তর: C
প্রশ্ন:৯
উদ্ভিদে ক্রাউন গল ডিজিস হওয়ার কারণ হল—
(a) Pi প্লাসমিড
(b) Ti প্লাসমিড
(c) ভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:১০
প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর হল—
(a) ফাজমিড ভেক্টর
(b) কসমিড ভেক্টর
(c) MI3
(d) pBR322
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment