নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
জলজ মােষ হল—
(a) নদীতে বসবাসকারী মােষ সদৃশ প্রাণী
(b) মােষ
(c) লামা
(d) মােষের ইউরােপিয়ান ব্রিড যারা দিনের অধিকাংশ সময় জলে থাকতে পছন্দ করে
উত্তর: B
প্রশ্ন:২
মালবেরি সিল্ক উৎপন্নকারী দেশগুলির মধ্যে ভারতবর্ষের ক্রমিক স্থান হল—
(a) তৃতীয়
(b) দ্বিতীয়
(c) চতুর্থ
(d) প্রথম
উত্তর: A
প্রশ্ন:৩
পােলট্রির Pullorum রােগটি কি নামে পরিচিত ?
(a) ককসিডিয়ােসিস
(b) ফাউল পক্স
(c) হােয়াইট ডায়েরিয়া
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৪
টিস্যু কালচারের মাধ্যমে রােগ জীবাণুমুক্ত উদ্ভিদ উৎপাদনের সবচেয়ে ভালাে পদ্ধতি হল—
(a) পরাগধানী কালচার
(b) মেরিস্টেম কালচার
(c) প্রােটোপ্লাস্ট কালচার
(d) এমব্রায়াে কালচার
উত্তর: B
প্রশ্ন:৫
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গড়ে ওঠার ক্ষেত্রে পরিবেশ এবং জেনােটাইপ উভয়ই গুরুত্বপূর্ণ—
(a) ফেনােটাইপ
(b) রােগ
(c) বৈসাদৃশ্য
(d) উদ্ভিদ কোয়ার্যানটাইন
উত্তর: A
প্রশ্ন:৬
পা এবং মুখের রােগে আক্রান্ত হয় যে প্রাণী, তা হল—
(a) ঘােড়া
(b) গবাদি পশু
(c) উট
(d) ভেড়া এবং ছাগল
উত্তর: B
প্রশ্ন:৭
অসংঘটিত কোশপুঞ্জকে বলে—
(a) এক্সপ্ল্যান্ট
(b) ক্যালাস
(c) কোরাক্স
(d) টোটিপটেন্ট
উত্তর: B
প্রশ্ন:৮
নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি পতঙ্গদের দেহ থেকে উৎপন্ন বস্তু ?
(a) রয়্যাল জেলি, মােম এবং ল্যাক
(b) মধু, মােম এবং সিল্ক
(c) সিল্ক, ল্যাক এবং মােম
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৯
Lohi ব্রিডটি হল—
(a) পাখির
(b) ভেড়ার
(c) মােষ
(d) ছাগল
উত্তর: B
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটির জন্য ভেড়াদের লালন পালন করা হয় ?
(a) দুধ
(b) উল
(c) মটন
(d) মিট
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment