দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কত ধরনের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় ?
(a) 3
(b) 5
(c) 2
(d) 4
উত্তর: A
প্রশ্ন:২
ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে—
(a) খাদক
(b) তৃণভােজী
(c) উৎপাদক
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৩
বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহিত হয়—
(a) চক্রাকারে
(b) একমুখী
(c) বহুমুখী
(d) দ্বিমুখী
উত্তর: B
প্রশ্ন:৪
ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করে—
(a) খাদ্য
(b) শিকার
(c) উষ্ণতা
(d) মাটির আর্দ্রতা
উত্তর: B
প্রশ্ন:৫
গ্রস প্রাইমারি প্রােডাকশন দেখা যায় কোন ইকোসিস্টেমে ?
(a) কোরাল রিফ
(b) গ্রাস ল্যান্ড
(c) রেন ফরেস্ট
(d) ম্যানগ্রোভ
উত্তর: A
প্রশ্ন:৬
সদ্য আবিষ্কৃত ইকোসিস্টেম হল—
(a) ভেন্ট
(b) ক্র্যাটার
(c) তুন্দ্রা
(d) ফ্লোটিং
উত্তর: A
প্রশ্ন:৭
মরুভূমিতে অধিক সংখ্যক কী দেখা যায়—
(a) গিরগিটি
(b) বাঘ
(c) হায়না
(d) চিতা বাঘ
উত্তর: A
প্রশ্ন:৮
গৌণ উৎপাদকেরা হল—
(a) পরভােজী
(b) সবুজ উদ্ভিদ
(c) তৃণভােজী
(d) খাদক
উত্তর: A
প্রশ্ন:৯
উদ্ভিদের পক্ষে সর্বাপেক্ষা উপযুক্ত বসতি কোনটি ?
(a) মাইক্রোহ্যাবিট্যাট
(b) ইকোক্লাইন
(c) ইকোটাইপ
(d) ইকোলজিক্যাল হ্যাবিট্যাট
উত্তর: A
প্রশ্ন:১০
ডেসার্ট ইকোসিস্টেমের প্রাণীরা প্রধানত কোন্ বৈশিষ্ট্যের ?
(a) ফসােরিয়াল
(b) ডাইউরনাল
(c) অ্যাকোয়াটিক
(d) আরবােরিয়াল
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment