নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
যে পদ্ধতিতে DNA খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর DNA অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) জিন ক্লোনিং
(b) জিন টাইপিং
(c) জিন স্প্লাইসিং
(d) DNA ফিঙ্গার প্রিন্টিং
উত্তর: A
প্রশ্ন:২
1919 খ্রিস্টাব্দে ‘বায়ােটেকনােলজি’ শব্দটি কে দিয়েছিলেন ?
(a) Nathans
(b) Arber
(c) Korenberg
(d) Karl Erkey
উত্তর: D
প্রশ্ন:৩
কোনটির মধ্যে ক্লোন সঞ্চিত থাকে ?
(a) বুক সেলফ
(b) জিন ব্যাংক
(c) বায়ােলজিক্যাল রিজার্ভ
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৪
নীচের কোন্ কোশটি টোটিপােটেন্ট ?
(a) কৰ্ক
(b) মেরিস্টেম
(c) সিভ টিউব
(d) জাইলেম ভেসেল
উত্তর: B
প্রশ্ন:৫
DNA-এর কৃত্রিম সিন্থেসিস করেছিলেন—
(a) Korenberg
(b) Franklin
(c) Wilkinson
(d) Watson এবং Crick
উত্তর: A
প্রশ্ন:৬
'Father of Genetic Engineering' কাকে বলা হয় ?
(a) Boyer
(b) Smith
(c) Cohen
(d) Berg
উত্তর: D
প্রশ্ন:৭
লাইগেজ কোনটিতে সাহায্য করে ?
(a) ট্রানস্লেশন
(b) কিছু জিনকে সরিয়ে দিতে
(c) DNA-এর মধ্যে কিছু জিনের প্রবেশ করানাে
(d) ক্রোমােজোমে ট্রান্সভারশন নিয়ে আসা
উত্তর: C
প্রশ্ন:৮
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ ‘মলিকিউলার সিজর’ ব্যবহৃত হয় সেটি হল—
(a) DNA লাইগেজ
(b) DNA পলিমারেজ
(c) হেলিকেজ
(d) রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোনটি জেনেটিক ভেক্টর নয় ?
(a) ফাজ
(b) কসমিড
(c) প্লাসমিড
(d) ভিরুসয়েড
উত্তর: D
প্রশ্ন:১০
রিকম্বিন্যান্ট DNA টেকনােলজি পদ্ধতিতে, বিচ্ছিন্ন করেন DNA টি নিবেশিত করানাে হয় অপর একটি DNA অণুতে, এটিকে বলা হয়—
(a) প্রােটিন ভেক্টর
(b) RNA ভেক্টর
(c) DNA ভেক্টর
(d) ক্লোনিং ভেক্টর
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment