দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
যে পদ্ধতিতে DNA খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর DNA অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) জিন ক্লোনিং
(b) জিন টাইপিং
(c) জিন স্প্লাইসিং
(d) DNA ফিঙ্গার প্রিন্টিং
উত্তর: A
প্রশ্ন:২
1919 খ্রিস্টাব্দে ‘বায়ােটেকনােলজি’ শব্দটি কে দিয়েছিলেন ?
(a) Nathans
(b) Arber
(c) Korenberg
(d) Karl Erkey
উত্তর: D
প্রশ্ন:৩
কোনটির মধ্যে ক্লোন সঞ্চিত থাকে ?
(a) বুক সেলফ
(b) জিন ব্যাংক
(c) বায়ােলজিক্যাল রিজার্ভ
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৪
নীচের কোন্ কোশটি টোটিপােটেন্ট ?
(a) কৰ্ক
(b) মেরিস্টেম
(c) সিভ টিউব
(d) জাইলেম ভেসেল
উত্তর: B
প্রশ্ন:৫
DNA-এর কৃত্রিম সিন্থেসিস করেছিলেন—
(a) Korenberg
(b) Franklin
(c) Wilkinson
(d) Watson এবং Crick
উত্তর: A
প্রশ্ন:৬
'Father of Genetic Engineering' কাকে বলা হয় ?
(a) Boyer
(b) Smith
(c) Cohen
(d) Berg
উত্তর: D
প্রশ্ন:৭
লাইগেজ কোনটিতে সাহায্য করে ?
(a) ট্রানস্লেশন
(b) কিছু জিনকে সরিয়ে দিতে
(c) DNA-এর মধ্যে কিছু জিনের প্রবেশ করানাে
(d) ক্রোমােজোমে ট্রান্সভারশন নিয়ে আসা
উত্তর: C
প্রশ্ন:৮
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ ‘মলিকিউলার সিজর’ ব্যবহৃত হয় সেটি হল—
(a) DNA লাইগেজ
(b) DNA পলিমারেজ
(c) হেলিকেজ
(d) রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোনটি জেনেটিক ভেক্টর নয় ?
(a) ফাজ
(b) কসমিড
(c) প্লাসমিড
(d) ভিরুসয়েড
উত্তর: D
প্রশ্ন:১০
রিকম্বিন্যান্ট DNA টেকনােলজি পদ্ধতিতে, বিচ্ছিন্ন করেন DNA টি নিবেশিত করানাে হয় অপর একটি DNA অণুতে, এটিকে বলা হয়—
(a) প্রােটিন ভেক্টর
(b) RNA ভেক্টর
(c) DNA ভেক্টর
(d) ক্লোনিং ভেক্টর
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment