দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উডের স্পাইরােলাইসিস যা উৎপন্ন করে—
(a) উড গ্যাস
(b) পাইরােলিগনিয়াস অ্যাসিড
(c) উড অ্যালকোহল
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
প্রােবায়ােটিক হল—
(a) সুরক্ষিত অ্যান্টিবায়ােটিক
(b) ক্যানসার উৎপাদনকারী মাইক্রোব
(c) খাদ্যের অতিপ্রতিক্রিয়া সৃষ্টিকারী বস্তু
(d) লাইফ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট
উত্তর: D
প্রশ্ন:৩
বায়ােডিজেল যেখান থেকে পাওয়া যায়—
(a) Jatropha curcas
(b) Jatropha biloba
(c) Cedrus
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
ব্রেড তৈরি করতে এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় ?
(a) S.cerevisiae
(b) Aspergillus
(c) Streptobacillus
(d) Lactobacillus
উত্তর: A
প্রশ্ন:৫
বায়ােগ্যাস প্ল্যান্টে অক্সিজেন সরবরাহ যে প্রভাব ফেলে তা হল—
(a) কোনাে প্রভাব নেই
(b) ধনাত্মক প্রভাব
(c) ঋণাত্মক প্রভাব
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
যে উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে—
(a) ইনভারটেজ
(b) ডায়াটেজ
(c) জাইমেজ
(d) লাইপেজ
উত্তর: C
প্রশ্ন:৭
এর মধ্যে কোনটি প্রােটোপ্ল্যান্ট ?
(a) Beta vulgaris
(b) Euphorbia lathyrus
(c) Solanum tuberosum
(d) Cicer arietinum
উত্তর: B
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ উৎসেচকটি মার্কেটিং ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয় না ?
(a) প্রােটিয়েজ
(b) পেপটিডেজ
(c) সেলুলেজ
(d) অ্যামাইলেজ
উত্তর: B
প্রশ্ন:৯
একটি উৎসেচকের নাম করাে যা বার্লি বীজের অঙ্কুরােদগমে উদ্দীপনা জোগায়—
(a) লাইপেজ
(b) ইনভার্টেজ
(c) প্রােটিয়েজ
(d) α-অ্যামাইলেজ
উত্তর: D
প্রশ্ন:১০
বেকারি ইস্ট হল—
(a) S.ludwingii
(b) Schizosaccharomyces
(c) S.cerevisae
(d) S.octosporus
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment