নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উডের স্পাইরােলাইসিস যা উৎপন্ন করে—
(a) উড গ্যাস
(b) পাইরােলিগনিয়াস অ্যাসিড
(c) উড অ্যালকোহল
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
প্রােবায়ােটিক হল—
(a) সুরক্ষিত অ্যান্টিবায়ােটিক
(b) ক্যানসার উৎপাদনকারী মাইক্রোব
(c) খাদ্যের অতিপ্রতিক্রিয়া সৃষ্টিকারী বস্তু
(d) লাইফ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট
উত্তর: D
প্রশ্ন:৩
বায়ােডিজেল যেখান থেকে পাওয়া যায়—
(a) Jatropha curcas
(b) Jatropha biloba
(c) Cedrus
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৪
ব্রেড তৈরি করতে এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় ?
(a) S.cerevisiae
(b) Aspergillus
(c) Streptobacillus
(d) Lactobacillus
উত্তর: A
প্রশ্ন:৫
বায়ােগ্যাস প্ল্যান্টে অক্সিজেন সরবরাহ যে প্রভাব ফেলে তা হল—
(a) কোনাে প্রভাব নেই
(b) ধনাত্মক প্রভাব
(c) ঋণাত্মক প্রভাব
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৬
যে উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে—
(a) ইনভারটেজ
(b) ডায়াটেজ
(c) জাইমেজ
(d) লাইপেজ
উত্তর: C
প্রশ্ন:৭
এর মধ্যে কোনটি প্রােটোপ্ল্যান্ট ?
(a) Beta vulgaris
(b) Euphorbia lathyrus
(c) Solanum tuberosum
(d) Cicer arietinum
উত্তর: B
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোন্ উৎসেচকটি মার্কেটিং ডিটারজেন্ট হিসেবে ব্যবহৃত হয় না ?
(a) প্রােটিয়েজ
(b) পেপটিডেজ
(c) সেলুলেজ
(d) অ্যামাইলেজ
উত্তর: B
প্রশ্ন:৯
একটি উৎসেচকের নাম করাে যা বার্লি বীজের অঙ্কুরােদগমে উদ্দীপনা জোগায়—
(a) লাইপেজ
(b) ইনভার্টেজ
(c) প্রােটিয়েজ
(d) α-অ্যামাইলেজ
উত্তর: D
প্রশ্ন:১০
বেকারি ইস্ট হল—
(a) S.ludwingii
(b) Schizosaccharomyces
(c) S.cerevisae
(d) S.octosporus
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment