নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
নিউক্লিক অ্যাসিড থাকে—
(a) ভাইরাসে
(b) ব্যাকটেরিয়ায়
(c) স্তন্যপায়ীতে
(d) জীবনের সমস্ত পর্যায়ে
উত্তর: D
প্রশ্ন:২
চারাগাফের সূত্র অনুযায়ী কোনটি সত্য ?
(a) A=C
(b) G=T
(c) A+G=T+C
(d) (A+T)/(C+T) = 1
উত্তর: C
প্রশ্ন:৩
নীচের কোনটি DNA থেকে সরাসরি সিন্থেসিস হতে পারে না ?
(a) t RNA
(b) r RNA
(c) m RNA
(d) প্রেটিন
উত্তর: D
প্রশ্ন:৪
নিউক্লিওজোমের উপাদান হল—
(a) হিস্টোন
(b) DNA
(c) (a) ও (b) উভয়ই
(d) RNA ও DNA
উত্তর: C
প্রশ্ন:৫
প্রােটিন সিন্থেসিসের ইনিসিয়েশন কোডন হল—
(a) GUA
(b) AUG
(c) GCA
(d) CCA
উত্তর: B
প্রশ্ন:৬
23 জোড়া বেস যুক্ত DNA-এর দৈর্ঘ্য—
(a) 74.8Å
(b) 78Å
(c) 78.2Å
(d) 78.4Å
উত্তর: C
প্রশ্ন:৭
প্রজাতির আনুপাতিক ধ্রুবক কোনটি ?
(a) A+G/C+T
(b) T+C/G+A
(c) A+C/T+G
(d) G+C/A+T
উত্তর: D
প্রশ্ন:৮
DNA অণুর ছােটো এককগুলিকে বলা হয়—
(a) অ্যাডিনিন এবং থাইমিন
(b) পিউরিন
(c) অ্যাডিনিন
(d) সিস্ট্রন, মিউটন এবং রেকন
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোনটি রাইবােজোমে জেনেটিক বার্তা বহন করে ?
(a) r RNA
(b) t RNA
(c) m RNA
(d) hn RNA
উত্তর: C
প্রশ্ন:১০
Lac Operon-এ lac বলতে বােঝায়—
(a) 1,00,000
(b) ল্যাকটিক অ্যাসিড
(c) ল্যাকটোজ
(d) ল্যাক পতঙ্গ
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment