নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উদ্ভিদ প্রজননের মূল উদ্দেশ্য হল—
(a) উন্নততর প্রকারের উৎপত্তি সাধন
(b) দূষণ নিয়ন্ত্রণ
(c) মাটির উর্বরতা বজায় রাখা
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:২
রুই এবং কাতলা হল—
(a) সামুদ্রিক মাছ
(b) সামুদ্রিক এবং স্বাদু জলের মাছ
(c) স্বাদু জলের মাছ
(d) নােনা জলের মাছ
উত্তর: C
প্রশ্ন:৩
ভারতবর্ষে কোথায় প্রথম কৃত্রিম প্রজনন ঘটানাে হয় ?
(a) পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, লুধিয়ানা (পাঞ্জাব)
(b) ন্যাশানাল ডেয়ারি ইনস্টিটিউট, কারনল (হরিয়ানা)
(c) এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউড, এলাহাবাদ (ইউ.পি)
(d) ইন্ডিয়ান ভেটেনারী রিসার্চ ইনস্টিটিউড, ইজাতনগর (ইউ.পি)
উত্তর: D
প্রশ্ন:৪
মধু ব্যবহারে কোন্ রােগটি উপক্ষম হয়—
(a) টাইফয়েড
(b) আমাশয়
(c) কোষ্ঠকাঠিন্য
(d) হাঁপানি
উত্তর: C
প্রশ্ন:৫
ডাল জাতীয় শস্যে মূলত কোন্ অ্যামাইনাে অ্যাসিডটি থাকে না ?
(a) সিসটিন এবং ট্রিপটোফ্যান
(b) মিথিওনিন এবং ট্রিপটোফ্যান
(c) সিসটিন এবং মিথিওনিন
(d) মিথিওনিন এবং লাইসিন
উত্তর: C
প্রশ্ন:৬
উদ্ভিদকোশ থেকে প্রােটোপ্লাস্ট তৈরি করতে নীচের কোনগুলি দরকার ?
(a) সেলুলােজ এবং প্রোটিনেজ
(b) সেলুলােজ এবং পেকটিনেজ
(c) সেলুলােজ এবং অ্যামাইলেজ
(d) অ্যামাইলেজ এবং পেকটিনেজ
উত্তর: B
প্রশ্ন:৭
মােষের দুগ্ধ উৎপাদন ক্ষমতা—
(a) গােরুর থেকে চারগুণ বেশি
(b) গোরুর থেকে তিনগুণ বেশি
(c) গােরুর চেয়ে দ্বিগুণ বেশি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
স্বাদুজলের একটি খাদ্যাপােযােগী মাছ হল—
(a) পমফ্রেট
(b) কালবােস
(c) বম্বেডাক
(d) ইলিশ
উত্তর: B
প্রশ্ন:৯
ভারতবর্ষের খাদ্যপােযােগী স্বাদুজলের মাছ হল—
(a) Heteropneustes Wallago
(b) Labeo, Catla
(c) Mystus, Clarias, Anabas
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:১০
নির্বাচন হল—
(a) উদ্ভিদ প্রজননের পদ্ধতি
(b) জেনেটিক্সের পদ্ধতি
(c) উদ্ভিদ শারীরবিদ্যার পদ্ধতি
(d) কোশবিদ্যার পদ্ধতি
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment