দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
উদ্ভিদ প্রজননের মূল উদ্দেশ্য হল—
(a) উন্নততর প্রকারের উৎপত্তি সাধন
(b) দূষণ নিয়ন্ত্রণ
(c) মাটির উর্বরতা বজায় রাখা
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:২
রুই এবং কাতলা হল—
(a) সামুদ্রিক মাছ
(b) সামুদ্রিক এবং স্বাদু জলের মাছ
(c) স্বাদু জলের মাছ
(d) নােনা জলের মাছ
উত্তর: C
প্রশ্ন:৩
ভারতবর্ষে কোথায় প্রথম কৃত্রিম প্রজনন ঘটানাে হয় ?
(a) পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, লুধিয়ানা (পাঞ্জাব)
(b) ন্যাশানাল ডেয়ারি ইনস্টিটিউট, কারনল (হরিয়ানা)
(c) এলাহাবাদ এগ্রিকালচারাল ইনস্টিটিউড, এলাহাবাদ (ইউ.পি)
(d) ইন্ডিয়ান ভেটেনারী রিসার্চ ইনস্টিটিউড, ইজাতনগর (ইউ.পি)
উত্তর: D
প্রশ্ন:৪
মধু ব্যবহারে কোন্ রােগটি উপক্ষম হয়—
(a) টাইফয়েড
(b) আমাশয়
(c) কোষ্ঠকাঠিন্য
(d) হাঁপানি
উত্তর: C
প্রশ্ন:৫
ডাল জাতীয় শস্যে মূলত কোন্ অ্যামাইনাে অ্যাসিডটি থাকে না ?
(a) সিসটিন এবং ট্রিপটোফ্যান
(b) মিথিওনিন এবং ট্রিপটোফ্যান
(c) সিসটিন এবং মিথিওনিন
(d) মিথিওনিন এবং লাইসিন
উত্তর: C
প্রশ্ন:৬
উদ্ভিদকোশ থেকে প্রােটোপ্লাস্ট তৈরি করতে নীচের কোনগুলি দরকার ?
(a) সেলুলােজ এবং প্রোটিনেজ
(b) সেলুলােজ এবং পেকটিনেজ
(c) সেলুলােজ এবং অ্যামাইলেজ
(d) অ্যামাইলেজ এবং পেকটিনেজ
উত্তর: B
প্রশ্ন:৭
মােষের দুগ্ধ উৎপাদন ক্ষমতা—
(a) গােরুর থেকে চারগুণ বেশি
(b) গোরুর থেকে তিনগুণ বেশি
(c) গােরুর চেয়ে দ্বিগুণ বেশি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
স্বাদুজলের একটি খাদ্যাপােযােগী মাছ হল—
(a) পমফ্রেট
(b) কালবােস
(c) বম্বেডাক
(d) ইলিশ
উত্তর: B
প্রশ্ন:৯
ভারতবর্ষের খাদ্যপােযােগী স্বাদুজলের মাছ হল—
(a) Heteropneustes Wallago
(b) Labeo, Catla
(c) Mystus, Clarias, Anabas
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:১০
নির্বাচন হল—
(a) উদ্ভিদ প্রজননের পদ্ধতি
(b) জেনেটিক্সের পদ্ধতি
(c) উদ্ভিদ শারীরবিদ্যার পদ্ধতি
(d) কোশবিদ্যার পদ্ধতি
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment