WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোন্ গ্যাসটির পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বের জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে ?
(a) CO2
(b) জলীয় বাষ্প
(c) O2
(d) N2
উত্তর: A
প্রশ্ন:২
পুকুর/ঘাসজমির বাস্তুতন্ত্রে সর্বাপেক্ষা বেশি সংখ্যক কী লক্ষ করা যায় ?
(a) খাদক
(b) উৎপাদক
(c) বিয়ােজক
(d) সর্বোচ্চ খাদক
উত্তর: B
প্রশ্ন:৩
উন্মুক্ত পাথরে প্রাইমারি সাকসেশন শুরু করে কে ?
(a) লাইকেন
(b) বীরুৎ
(c) প্রাণী
(d) বৃক্ষ
উত্তর: A
প্রশ্ন:৪
খাদ্যস্তরের অপর নাম—
(a) ট্রফিক লেভেল
(b) হার্বিভাের লেভেল
(c) প্রােডিউসার লেভেল
(d) কনজিউমার লেভেল
উত্তর: A
প্রশ্ন:৫
কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
(a) সিউডােমােনাস
(b) ব্যাসিলাস
(c) নাইট্রোব্যাকটর
(d) ক্লসট্রিডিয়াম
উত্তর: C
প্রশ্ন:৬
প্রতিটি বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদগুলি হল—
(a) খাদক
(b) উৎপাদক
(c) বিয়ােজক
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
ক্লাইম্যাক্স কমিউনিটির প্রকৃতি কোনটির ওপর নির্ভরশীল ?
(a) উষ্ণতা
(b) মাটির উর্বরতা
(c) জলবায়ু
(d) জল
উত্তর: A
প্রশ্ন:৮
সিংহ হল—
(a) শিকারি
(b) উৎপাদক
(c) প্রাথমিক খাদক
(d) গৌণ খাদক
উত্তর: A
প্রশ্ন:৯
সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্র হল—
(a) সমুদ্র
(b) মরুভূমি
(c) পর্বত
(d) অরণ্য
উত্তর: A
প্রশ্ন:১০
বালুময় অঞ্চলে প্ল্যান্ট সাকসেশনকে বলা হয়—
(a) হ্যালােসেরি
(b) স্যামােসেরি
(c) হাইড্রোসেরি
(d) কোনােটিই নয়
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ৬[PREV]
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ৮[NEXT]
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment