নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
সাদার্ন ব্লটিং-এ কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয় ?
(a) tRNA
(b) DNA
(c) mRNA
(d) প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:২
কোনটি রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ নয় ?
(a) Eco RI
(b) Hind III
(c) DNAse I
(d) Pst-I
উত্তর: C
প্রশ্ন:৩
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর দ্বারা প্রস্তুত প্রথম হরমােনটি হল—
(a) ইনসুলিন
(b) অক্সিটোসিন
(c) অ্যাড্রিনালিন
(d) সােমাটোট্রফিন
উত্তর: A
প্রশ্ন:৪
PCR-এ ব্যবহৃত ট্যাক পলিমারেজের উৎস হল—
(a) থার্মোফিলিক ফাঙ্গাস
(b) থার্মোফিলিক ব্যাকটেরিয়াম
(c) হ্যালােফিলিক ব্যাকটেরিয়াম
(d) মেসােফিলিক ফাঙ্গাস
উত্তর: B
প্রশ্ন:৫
নীচের কোন্ পদ্ধতির দ্বারা জিন ম্যাপিং সম্ভব ?
(a) মাইক্রোপ্রােপাগেশন
(b) PCR
(c) RFLP
(d) ইলেকট্রোপােরেশন
উত্তর: C
প্রশ্ন:৬
কোনটি উৎপাদনের দ্বারা ব্যাকটেরিয়া নিজেদের ভাইরাস আক্রমণ থেকে রক্ষা করে ?
(a) এক্সোনিউক্লিয়েজ
(b) DNA লাইগেজ
(c) এন্ডােনিউক্লিয়েজ
(d) জাইরেস
উত্তর: C
প্রশ্ন:৭
যান্ত্রিক পদ্ধতিতে জিনের সংখ্যা বৃদ্ধি করতে হলে কীসের সাহায্য নেওয়া হয় ?
(a) PBR
(b) PCR
(c) ট্রান্সফরমেশন
(d) ট্রান্সডাকশন
উত্তর: B
প্রশ্ন:৮
নাইট্রোজেন ফিক্সিং জিনকে বলা হয়—
(a) Nif জিন
(b) প্লাসমিড জিন
(c) Cos জিন
(d) Leg জিন
উত্তর: A
প্রশ্ন:৯
হিউম্যান জিননামে আবদ্ধ থাকে প্রায়—
(a) 10,000 জিন
(b) 10,000 নিউক্লিওটাইড
(c) 6 বিলিয়ন জিন
(d) 6 বিলিয়ন নিউক্লিওটাইড
উত্তর: D
প্রশ্ন:১০
ডলি নামক ভেড়ার ক্লোনিং-এর ক্ষেত্রে কী ধরনের দেহকোশ ব্যবহৃত করা হয়েছিল ?
(a) অগ্ন্যাশয় কোশ
(b) স্নায়ুকোশ
(c) ডিম্বাণু কোশ
(d) স্তনগ্রন্থি কোশ
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment