দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
ভিটামিন B12 উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ?
(a) Bacillus megathenium
(b) Propionibacterium freudenreichii
(c) Streptomyces olivaceus
(d) উপরের সবকটি
উত্তর: D
প্রশ্ন:২
একটি প্রােটিনের পরিপূরক হল—
(a) Spirulina
(b) Chlorella
(c) Gracilaria
(d) উপরের সবকটি
উত্তর: A
প্রশ্ন:৩
বেশিরভাগ অ্যান্টিবডি পাওয়া যায় কোনটি থেকে ?
(a) ভাইরাস
(b) শৈবাল
(c) ছত্রাক
(d) অ্যাকটিনােমাইসিটিস
উত্তর: D
প্রশ্ন:৪
ফিঙ্গার প্রিন্টিং প্রথম কোথায় ব্যবহার হয়েছিল ?
(a) ব্রিটিশ যুক্তরাজ্য
(b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) ভারত
(d) ইংল্যান্ড
উত্তর: A
প্রশ্ন:৫
অ্যান্টিবায়ােটিক কাদের বৃদ্ধি ব্যাহত করে ?
(a) ব্যাকটেরিয়া, শৈবাল ও ভাইরাস
(b) ব্যাকটেরিয়া, ছত্রাক ও ভাইরাস
(c) ব্যাকটেরিয়া ও ভাইরাস
(d) ব্যাকটেরিয়া ও ছত্রাক
উত্তর: B
প্রশ্ন:৬
অ্যান্টিবডি শব্দটি কে নির্ধারণ করেছিলেন ?
(a) S.Wakesman
(b) A.Flemming
(c) L.Pasteur
(d) Vuillemin
উত্তর: D
প্রশ্ন:৭
কোনটি থেকে Penicillium বাণিজ্যিকভাবে উৎপন্ন হয় ?
(a) Penicillium notatum
(b) P. roqueforte
(c) P. griseofulvin
(d) P. chrysogenum
উত্তর: D
প্রশ্ন:৮
নীচের কোনটি ভাইরাসের বিরুদ্ধে প্রভাবিত হয় ?
(a) টেট্রাসাইক্লিন
(b) ইন্টারফেরন
(c) পেনিসিলিন
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৯
রিনেট ব্যবহার হয়—
(a) চিজ্ তৈরিতে
(b) রুটি তৈরিতে
(c) ফারমেনটেশনে
(d) অ্যান্টিবায়ােটিক সিন্থেসিসে
উত্তর: A
প্রশ্ন:১০
হিউম্যান জিনােম প্রজেক্টের ভাবনা কে দিয়েছিলেন ?
(a) Watson
(b) Jean Dausset
(c) Crick
(d) None of these
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment