দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
প্রথম রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ হল—
(a) Eco RI
(b) Hind-II
(c) Ava I
(d) Hind-III
উত্তর: B
প্রশ্ন:২
নীচের কোনটি জিন স্থানান্তকরণের প্রক্রিয়া ?
(a) মাইক্রোইনজেকশন
(b) ইলেক্ট্রোপােরেশন
(c) পারটিকল গান
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৩
ট্যাক পলিমারেজ এনজাইম কোথায় ব্যবহার হয় ?
(a) PCR
(b) জিন ক্লোনিং
(c) রেস্ট্রিকশন ম্যাপিং
(d) সবগুলিই
উত্তর: A
প্রশ্ন:৪
নীচের কোনটি রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ ?
(a) অ্যামাইলেজ
(b) লাইগেজ
(c) অ্যানহাইড্রেজ
(d) Alu I
উত্তর: D
প্রশ্ন:৫
রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস কত প্রকার আছে ?
(a) পাঁচ প্রকার
(b) চার প্রকার
(c) তিন প্রকার
(d) দুই প্রকার
উত্তর: C
প্রশ্ন:৬
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাসমিড ব্যবহৃত হয় কারণ—
(a) রেপ্লিকেটে সক্ষম
(b) সহজলভ্য
(c) ইনার্ট
(d) ইন্টিগ্রেটে সক্ষম
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ ধরনের রেস্ট্রিকশন এনজাইম রিকম্বিন্যান্ট DNA টেকনােলজিতে ব্যবহৃত হয় ?
(a) টাইপ III
(b) টাইপ II
(c) টাইপ I
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৮
'Lal Bahadur Shastri Center for Advanced Research in Biotech-nology' কোথায় অবস্থিত ?
(a) চণ্ডীগড়
(b) মুম্বাই
(c) ব্যাঙ্গালাের
(d) দিল্লি
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোনটি অণু চিহ্নিতকারি ?
(a) RFLPs
(b) RAPDs
(c) SSR
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:১০
ভারতবর্ষকে কে Father of Biotechnology ?
(a) Dr. Lalji Singh
(b) Prof. V. L. Chopra
(c) S.C. Maheshwari
(d) E. J. Butler
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment