নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
প্রথম রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ হল—
(a) Eco RI
(b) Hind-II
(c) Ava I
(d) Hind-III
উত্তর: B
প্রশ্ন:২
নীচের কোনটি জিন স্থানান্তকরণের প্রক্রিয়া ?
(a) মাইক্রোইনজেকশন
(b) ইলেক্ট্রোপােরেশন
(c) পারটিকল গান
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৩
ট্যাক পলিমারেজ এনজাইম কোথায় ব্যবহার হয় ?
(a) PCR
(b) জিন ক্লোনিং
(c) রেস্ট্রিকশন ম্যাপিং
(d) সবগুলিই
উত্তর: A
প্রশ্ন:৪
নীচের কোনটি রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ ?
(a) অ্যামাইলেজ
(b) লাইগেজ
(c) অ্যানহাইড্রেজ
(d) Alu I
উত্তর: D
প্রশ্ন:৫
রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজেস কত প্রকার আছে ?
(a) পাঁচ প্রকার
(b) চার প্রকার
(c) তিন প্রকার
(d) দুই প্রকার
উত্তর: C
প্রশ্ন:৬
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ প্লাসমিড ব্যবহৃত হয় কারণ—
(a) রেপ্লিকেটে সক্ষম
(b) সহজলভ্য
(c) ইনার্ট
(d) ইন্টিগ্রেটে সক্ষম
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ ধরনের রেস্ট্রিকশন এনজাইম রিকম্বিন্যান্ট DNA টেকনােলজিতে ব্যবহৃত হয় ?
(a) টাইপ III
(b) টাইপ II
(c) টাইপ I
(d) সবগুলিই
উত্তর: B
প্রশ্ন:৮
'Lal Bahadur Shastri Center for Advanced Research in Biotech-nology' কোথায় অবস্থিত ?
(a) চণ্ডীগড়
(b) মুম্বাই
(c) ব্যাঙ্গালাের
(d) দিল্লি
উত্তর: D
প্রশ্ন:৯
নীচের কোনটি অণু চিহ্নিতকারি ?
(a) RFLPs
(b) RAPDs
(c) SSR
(d) সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:১০
ভারতবর্ষকে কে Father of Biotechnology ?
(a) Dr. Lalji Singh
(b) Prof. V. L. Chopra
(c) S.C. Maheshwari
(d) E. J. Butler
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment