দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অ্যান্টিবায়ােটিক হল—
(a) উদ্ভিদ
(b) সিরাপ
(c) ড্রাগ/ঔষধ
(d) টক্সিন/বিষ
উত্তর: C
প্রশ্ন:২
বায়ােগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার যে শ্রেণি ব্যবহৃত হয়, তা হল—
(a) মেথানোট্রপস
(b) ইউব্যাকটেরিয়া
(c) মেথানােজেনস
(d) অরগ্যানােট্রপস
উত্তর: C
প্রশ্ন:৩
সর্বাধিক খ্যাত সিমবায়ােটিক নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বা বায়ােফার্টিলাইজার হল—
(a) রাইজোবিয়াম
(b) নাইট্রোব্যাকটর
(c) নাইট্রোসােমােনাস
(d) নাইট্রোকক্কাস
উত্তর: A
প্রশ্ন:৪
অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় ?
(a) Clostridium botulinum
(b) Saccharomyces cerevisiae
(c) Leuconostoc citrovorum
(d) Torulopsis utilis
উত্তর: B
প্রশ্ন:৫
মােলাসের উপর যে অণুজীবটি বেড়ে ওঠে তা ভালাে সুগন্ধি পদার্থ হিসেবে বিক্রি হয়, তা হল—
(a) অ্যাজোটোব্যাকটর
(b) ল্যাক্টোব্যাসিলাস
(c) রাইজোপাস
(d) স্যাকারোমাইসিস (বেকারির ইস্ট)
উত্তর: D
প্রশ্ন:৬
1928 খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক প্রথম কার্যকারী অ্যান্টিবায়ােটিক আবিষ্কার করেন। বৈজ্ঞানিকের নাম ও অ্যান্টিবায়ােটিকটি হল—
(a) Waksman—পেনিসিলিন
(b) Fleming—স্ট্রেপটোমাইসিন
(c) Waksman—স্ট্রেপটোমাইসিন
(d) Fleming—পেনিসিলিন
উত্তর: D
প্রশ্ন:৭
যে প্রজাতির সাহায্যে শিল্পক্ষেত্রে স্টার্চ থেকে ইথানল উৎপন্ন করা হয়, সেই প্রজাতি হল—
(a) স্যাকারােমাইসিস
(b) অ্যাজোটোব্যাকটর
(c) ল্যাকটোব্যাসিলাস
(d) পেনিসিলিন
উত্তর: A
প্রশ্ন:৮
VAM গুরুত্বপূর্ণ কারণ—
(a) উৎপাদন হ্রাস করে
(b) ফসফেট গ্রহণ করে
(c) জল গ্রহণ করে
(d) ফুলের প্রস্ফুটন ব্যাহত করে
উত্তর: B
প্রশ্ন:৯
স্পাইরুলিনা হল—
(a) খাদ্যোপযােগী ছত্রাক
(b) একক কোশ প্রােটিন
(c) বায়ােপেস্টিসাইড
(d) বায়ােফার্টিলাইজার
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোনটি বায়ােফার্টিলাইজার হিসেবে কাজ করে ?
(a) ক্ল্যামাইডােমােনাস
(b) রাইজোবিয়াম
(c) ই কোলাই
(d) ইস্ট
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment