নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অ্যান্টিবায়ােটিক হল—
(a) উদ্ভিদ
(b) সিরাপ
(c) ড্রাগ/ঔষধ
(d) টক্সিন/বিষ
উত্তর: C
প্রশ্ন:২
বায়ােগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার যে শ্রেণি ব্যবহৃত হয়, তা হল—
(a) মেথানোট্রপস
(b) ইউব্যাকটেরিয়া
(c) মেথানােজেনস
(d) অরগ্যানােট্রপস
উত্তর: C
প্রশ্ন:৩
সর্বাধিক খ্যাত সিমবায়ােটিক নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বা বায়ােফার্টিলাইজার হল—
(a) রাইজোবিয়াম
(b) নাইট্রোব্যাকটর
(c) নাইট্রোসােমােনাস
(d) নাইট্রোকক্কাস
উত্তর: A
প্রশ্ন:৪
অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় ?
(a) Clostridium botulinum
(b) Saccharomyces cerevisiae
(c) Leuconostoc citrovorum
(d) Torulopsis utilis
উত্তর: B
প্রশ্ন:৫
মােলাসের উপর যে অণুজীবটি বেড়ে ওঠে তা ভালাে সুগন্ধি পদার্থ হিসেবে বিক্রি হয়, তা হল—
(a) অ্যাজোটোব্যাকটর
(b) ল্যাক্টোব্যাসিলাস
(c) রাইজোপাস
(d) স্যাকারোমাইসিস (বেকারির ইস্ট)
উত্তর: D
প্রশ্ন:৬
1928 খ্রিস্টাব্দে একজন বৈজ্ঞানিক প্রথম কার্যকারী অ্যান্টিবায়ােটিক আবিষ্কার করেন। বৈজ্ঞানিকের নাম ও অ্যান্টিবায়ােটিকটি হল—
(a) Waksman—পেনিসিলিন
(b) Fleming—স্ট্রেপটোমাইসিন
(c) Waksman—স্ট্রেপটোমাইসিন
(d) Fleming—পেনিসিলিন
উত্তর: D
প্রশ্ন:৭
যে প্রজাতির সাহায্যে শিল্পক্ষেত্রে স্টার্চ থেকে ইথানল উৎপন্ন করা হয়, সেই প্রজাতি হল—
(a) স্যাকারােমাইসিস
(b) অ্যাজোটোব্যাকটর
(c) ল্যাকটোব্যাসিলাস
(d) পেনিসিলিন
উত্তর: A
প্রশ্ন:৮
VAM গুরুত্বপূর্ণ কারণ—
(a) উৎপাদন হ্রাস করে
(b) ফসফেট গ্রহণ করে
(c) জল গ্রহণ করে
(d) ফুলের প্রস্ফুটন ব্যাহত করে
উত্তর: B
প্রশ্ন:৯
স্পাইরুলিনা হল—
(a) খাদ্যোপযােগী ছত্রাক
(b) একক কোশ প্রােটিন
(c) বায়ােপেস্টিসাইড
(d) বায়ােফার্টিলাইজার
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোনটি বায়ােফার্টিলাইজার হিসেবে কাজ করে ?
(a) ক্ল্যামাইডােমােনাস
(b) রাইজোবিয়াম
(c) ই কোলাই
(d) ইস্ট
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment