নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
সােমাক্লোনাল ভ্যারিয়েশন নিম্নলিখিত কার মাধ্যমে পাওয়া যায় ?
(a) গামা রশ্মি
(b) টিস্যু কালচার
(c) অ্যাম্পিমিক্সিস
(d) কেমিক্যাল মিউটাজেন
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ Bt-ফসলটি ভারতে চাষ করা হয়—
(a) বেগুন
(b) তুলা
(c) সয়াবিন
(d) ভুট্টা
উত্তর: B
প্রশ্ন:৩
কোন্ কোন্ হরমােনের অনুপাতের পরিবর্তন ঘটিয়ে ক্যালাস কাণ্ড অথবা মূলের বিকাশ ঘটানাে হয় ?
(a) সাইটোকাইনিন থেকে ইথিলিন
(b) অক্সিন থেকে জিব্বেরেলিন
(c) অক্সিন থেকে সাইটোকাইনিন
(d) জিব্বেরেলিন থেকে সাইটোকাইনিন
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ পদ্ধতির দ্বারা হ্যাপ্লয়েড উদ্ভিদে চারা উৎপন্ন হয় ?
(a) মেরিস্টেম কালচার
(b) এমব্রায়াে কালচার
(c) পোলেন বা পরাগরেণু কালচার
(d) বীজপত্র কালচার
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি উদ্ভিজ্জ দ্রব্য নয় ?
(a) তুলো
(b) হেম্প
(c) রেশম
(d) ফ্ল্যাক্স
উত্তর: C
প্রশ্ন:৬
টিস্যু কালচারে একক রেণুর অঙ্কুরােদগমের মাধ্যমে যে উদ্ভিদের জন্ম হয় তা হল—
(a) টেট্রাপ্লয়েড
(b) ট্রিপ্লয়েড
(c) হ্যাপ্লয়েড
(d) ডিপ্লয়েড
উত্তর: D
প্রশ্ন:৭
যে হরমােন বন্ধ্যা গােরুর দুগ্ধ নিঃসরণের উদ্রেক ঘটায়—
(a) প্রােজেস্টেরন
(b) রিলাক্সিন
(c) স্টিলবেসট্রল
(d) ইস্ট্রোজেন
উত্তর: C
প্রশ্ন:৮
Bombyx mori (রেশম মথ)-র লার্ভা হল—
(a) নিম্ফ
(b) ক্যাটারপিলার
(c) ট্রোকোফোর
(d) কোকুন (cocoon)
উত্তর: B
প্রশ্ন:৯
ভারতবর্ষে কালচার ফিসারিতে যে সমস্ত মাছেদের লালন পালন করা হয়, তারা হল—
(a) কাতলা এবং মাগুর
(b) রুই এবং কাতলা
(c) সালমন এবং কাতলা
(d) সালমন এবং রুই
উত্তর: B
প্রশ্ন:১০
টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কোন্ উদ্ভিদের চাষ করা হয় ?
(a) পেয়ারা
(b) লেবু
(c) আপেল
(d) নাসপাতি
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment