দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
সােমাক্লোনাল ভ্যারিয়েশন নিম্নলিখিত কার মাধ্যমে পাওয়া যায় ?
(a) গামা রশ্মি
(b) টিস্যু কালচার
(c) অ্যাম্পিমিক্সিস
(d) কেমিক্যাল মিউটাজেন
উত্তর: B
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ Bt-ফসলটি ভারতে চাষ করা হয়—
(a) বেগুন
(b) তুলা
(c) সয়াবিন
(d) ভুট্টা
উত্তর: B
প্রশ্ন:৩
কোন্ কোন্ হরমােনের অনুপাতের পরিবর্তন ঘটিয়ে ক্যালাস কাণ্ড অথবা মূলের বিকাশ ঘটানাে হয় ?
(a) সাইটোকাইনিন থেকে ইথিলিন
(b) অক্সিন থেকে জিব্বেরেলিন
(c) অক্সিন থেকে সাইটোকাইনিন
(d) জিব্বেরেলিন থেকে সাইটোকাইনিন
উত্তর: C
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ পদ্ধতির দ্বারা হ্যাপ্লয়েড উদ্ভিদে চারা উৎপন্ন হয় ?
(a) মেরিস্টেম কালচার
(b) এমব্রায়াে কালচার
(c) পোলেন বা পরাগরেণু কালচার
(d) বীজপত্র কালচার
উত্তর: C
প্রশ্ন:৫
এর মধ্যে কোনটি উদ্ভিজ্জ দ্রব্য নয় ?
(a) তুলো
(b) হেম্প
(c) রেশম
(d) ফ্ল্যাক্স
উত্তর: C
প্রশ্ন:৬
টিস্যু কালচারে একক রেণুর অঙ্কুরােদগমের মাধ্যমে যে উদ্ভিদের জন্ম হয় তা হল—
(a) টেট্রাপ্লয়েড
(b) ট্রিপ্লয়েড
(c) হ্যাপ্লয়েড
(d) ডিপ্লয়েড
উত্তর: D
প্রশ্ন:৭
যে হরমােন বন্ধ্যা গােরুর দুগ্ধ নিঃসরণের উদ্রেক ঘটায়—
(a) প্রােজেস্টেরন
(b) রিলাক্সিন
(c) স্টিলবেসট্রল
(d) ইস্ট্রোজেন
উত্তর: C
প্রশ্ন:৮
Bombyx mori (রেশম মথ)-র লার্ভা হল—
(a) নিম্ফ
(b) ক্যাটারপিলার
(c) ট্রোকোফোর
(d) কোকুন (cocoon)
উত্তর: B
প্রশ্ন:৯
ভারতবর্ষে কালচার ফিসারিতে যে সমস্ত মাছেদের লালন পালন করা হয়, তারা হল—
(a) কাতলা এবং মাগুর
(b) রুই এবং কাতলা
(c) সালমন এবং কাতলা
(d) সালমন এবং রুই
উত্তর: B
প্রশ্ন:১০
টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কোন্ উদ্ভিদের চাষ করা হয় ?
(a) পেয়ারা
(b) লেবু
(c) আপেল
(d) নাসপাতি
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment