দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
মূল ও পত্ররন্ধ্র অনুপস্থিত—
(a) থ্যালােফাইটসে
(b) হাইড্রোফাইটসে
(c) মেসােফাইটসে
(d) হাইগ্রোফাইটসে
উত্তর: B
প্রশ্ন:২
Acacia arabica হল—
(a) মেসােফাইট
(b) জেরােফাইট
(c) হাইড্রোফাইট
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
মিথােজীবিতার উদাহরণ হল—
(a) Selaginella
(b) Lichen
(c) Spirogyra
(d) Riccia
উত্তর: B
প্রশ্ন:৪
বালুকাময় মৃত্তিকায় উৎপন্ন উদ্ভিদকে বলা হয়—
(a) স্যামােফাইটস
(b) লিথােফাইটস
(c) অক্সিলােফাইটস
(d) সাইক্রোফাইটস
উত্তর: A
প্রশ্ন:৫
মাটির কোন্ বৈশিষ্ট্যের জন্য পতঙ্গভুক উদ্ভিদের অভিযােজন ঘটেছে—
(a) যে মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগ অনুপস্থিত
(b) যে মাটিতে জলের অভাব আছে
(c) যে মাটিতে ট্রেস-এলিমেন্ট অনুপস্থিত
(d) যে মাটি প্রচুর জলধারণ করে
উত্তর: A
প্রশ্ন:৬
রুবিয়েসি গােত্রের কিছু উদ্ভিদ ও পিঁপড়ের সহাবস্থান হল—
(a) এন্টোমােফিলি
(b) মিরামেকোফিলি
(c) অ্যানিমােফিলি
(d) অরনিথােফিলি
উত্তর: B
প্রশ্ন:৭
Eichhornia হল—
(a) হাইড্রোফাইট
(b) প্যারাসাইট
(c) জেরােফাইট
(d) মেসােফাইট
উত্তর: A
প্রশ্ন:৮
চরম সম্প্রদায় (Climax community) নির্ভরশীল কোনটির উপর—
(a) জলবায়ু
(b) জল
(c) উষ্ণতা
(d) জমির উর্বরতা
উত্তর: A
প্রশ্ন:৯
প্রাথমিক সাকশেসনে জীব সম্প্রদায়ের কোথায় উদ্ভব ঘটে ?
(a) পরিচ্ছন্ন বনাঞ্চলে
(b) নতুন উন্মুক্ত বসতি অঞ্চলে
(c) শুষ্ক ঋতুর পর বৃষ্টির জলে পূর্ণ জলাশয়ে
(d) সদ্য চাষ করা শস্য খেতে
উত্তর: B
প্রশ্ন:১০
মাটিতে আবদ্ধ কিন্তু আংশিক নিমজ্জিত উদ্ভিদ হল—
(a) Typha
(b) Marsilea
(c) Eichhornia
(d) Cyperus
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment