নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
মূল ও পত্ররন্ধ্র অনুপস্থিত—
(a) থ্যালােফাইটসে
(b) হাইড্রোফাইটসে
(c) মেসােফাইটসে
(d) হাইগ্রোফাইটসে
উত্তর: B
প্রশ্ন:২
Acacia arabica হল—
(a) মেসােফাইট
(b) জেরােফাইট
(c) হাইড্রোফাইট
(d) কোনটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
মিথােজীবিতার উদাহরণ হল—
(a) Selaginella
(b) Lichen
(c) Spirogyra
(d) Riccia
উত্তর: B
প্রশ্ন:৪
বালুকাময় মৃত্তিকায় উৎপন্ন উদ্ভিদকে বলা হয়—
(a) স্যামােফাইটস
(b) লিথােফাইটস
(c) অক্সিলােফাইটস
(d) সাইক্রোফাইটস
উত্তর: A
প্রশ্ন:৫
মাটির কোন্ বৈশিষ্ট্যের জন্য পতঙ্গভুক উদ্ভিদের অভিযােজন ঘটেছে—
(a) যে মাটিতে নাইট্রোজেন ঘটিত যৌগ অনুপস্থিত
(b) যে মাটিতে জলের অভাব আছে
(c) যে মাটিতে ট্রেস-এলিমেন্ট অনুপস্থিত
(d) যে মাটি প্রচুর জলধারণ করে
উত্তর: A
প্রশ্ন:৬
রুবিয়েসি গােত্রের কিছু উদ্ভিদ ও পিঁপড়ের সহাবস্থান হল—
(a) এন্টোমােফিলি
(b) মিরামেকোফিলি
(c) অ্যানিমােফিলি
(d) অরনিথােফিলি
উত্তর: B
প্রশ্ন:৭
Eichhornia হল—
(a) হাইড্রোফাইট
(b) প্যারাসাইট
(c) জেরােফাইট
(d) মেসােফাইট
উত্তর: A
প্রশ্ন:৮
চরম সম্প্রদায় (Climax community) নির্ভরশীল কোনটির উপর—
(a) জলবায়ু
(b) জল
(c) উষ্ণতা
(d) জমির উর্বরতা
উত্তর: A
প্রশ্ন:৯
প্রাথমিক সাকশেসনে জীব সম্প্রদায়ের কোথায় উদ্ভব ঘটে ?
(a) পরিচ্ছন্ন বনাঞ্চলে
(b) নতুন উন্মুক্ত বসতি অঞ্চলে
(c) শুষ্ক ঋতুর পর বৃষ্টির জলে পূর্ণ জলাশয়ে
(d) সদ্য চাষ করা শস্য খেতে
উত্তর: B
প্রশ্ন:১০
মাটিতে আবদ্ধ কিন্তু আংশিক নিমজ্জিত উদ্ভিদ হল—
(a) Typha
(b) Marsilea
(c) Eichhornia
(d) Cyperus
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment