নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
জল সঞ্চয়ী পাতার কোশে থাকে—
(a) মিউসিলেজ
(b) বড়াে কোশগহ্বর
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হল—
(a) অ্যানােমিটার
(b) পােটোমিটার
(c) হাইড্রোমিটার
(d) ফটোমিটার
উত্তর: A
প্রশ্ন:৩
অরণ্য ধ্বংসের ফলে কোনটি হ্রাস পায়—
(a) বৃষ্টিপাত
(b) ধস
(c) ভূমিক্ষয়
(d) বন্যা
উত্তর: A
প্রশ্ন:৪
পাতার অনুপস্থিতিতে জাঙ্গল উদ্ভিদ সালােকসংশ্লেষ করে কার দ্বারা ?
(a) কান্ড
(b) শ্বাসমূল
(c) শল্কপত্র
(d) মূল
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ পতঙ্গটি শুকনাে পাতার অনুকরণ করে—
(a) Carausius
(b) Kalima
(c) Phyllium
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৬
ল্যাটেরাইট মৃত্তিকায় অধিক পরিমাণে কী থাকে ?
(a) Cu
(b) Fe
(c) Mg
(d) Ca
উত্তর: B
প্রশ্ন:৭
একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে একত্রে বলা হয়—
(a) পপুলেশন
(b) ফ্লোরা
(c) কমিউনিটি
(d) ফনা
উত্তর: A
প্রশ্ন:৮
স্থানান্তরিত মৃত্তিকা কোনটি—
(a) কৃষ্ণমৃত্তিকা
(b) কলুভিয়াল
(c) অ্যালুভিয়াল
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
জল দ্বারা বাহিত মাটিকে বলা হয়y—
(a) অ্যালুভিয়াল
(b) কলুভিয়াল
(c) মক
(d) ট্রিট
উত্তর: A
প্রশ্ন:১০
Hydra ও জু ক্লোরেল্লার সহাবস্থান হল—
(a) প্যারাসিটিজম
(b) সিমবায়ােসিস
(c) প্রিডেশন
(d) মিউচুয়ালিসম
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment