দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
জল সঞ্চয়ী পাতার কোশে থাকে—
(a) মিউসিলেজ
(b) বড়াে কোশগহ্বর
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হল—
(a) অ্যানােমিটার
(b) পােটোমিটার
(c) হাইড্রোমিটার
(d) ফটোমিটার
উত্তর: A
প্রশ্ন:৩
অরণ্য ধ্বংসের ফলে কোনটি হ্রাস পায়—
(a) বৃষ্টিপাত
(b) ধস
(c) ভূমিক্ষয়
(d) বন্যা
উত্তর: A
প্রশ্ন:৪
পাতার অনুপস্থিতিতে জাঙ্গল উদ্ভিদ সালােকসংশ্লেষ করে কার দ্বারা ?
(a) কান্ড
(b) শ্বাসমূল
(c) শল্কপত্র
(d) মূল
উত্তর: A
প্রশ্ন:৫
কোন্ পতঙ্গটি শুকনাে পাতার অনুকরণ করে—
(a) Carausius
(b) Kalima
(c) Phyllium
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৬
ল্যাটেরাইট মৃত্তিকায় অধিক পরিমাণে কী থাকে ?
(a) Cu
(b) Fe
(c) Mg
(d) Ca
উত্তর: B
প্রশ্ন:৭
একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে একত্রে বলা হয়—
(a) পপুলেশন
(b) ফ্লোরা
(c) কমিউনিটি
(d) ফনা
উত্তর: A
প্রশ্ন:৮
স্থানান্তরিত মৃত্তিকা কোনটি—
(a) কৃষ্ণমৃত্তিকা
(b) কলুভিয়াল
(c) অ্যালুভিয়াল
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
জল দ্বারা বাহিত মাটিকে বলা হয়y—
(a) অ্যালুভিয়াল
(b) কলুভিয়াল
(c) মক
(d) ট্রিট
উত্তর: A
প্রশ্ন:১০
Hydra ও জু ক্লোরেল্লার সহাবস্থান হল—
(a) প্যারাসিটিজম
(b) সিমবায়ােসিস
(c) প্রিডেশন
(d) মিউচুয়ালিসম
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment