দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ভারতীয়দের গড় আয়ুষ্কাল হল—
(a) 60-70 বছর
(b) 50 বছরের কম
(c) 50-60 বছর
(d) 70-80 বছর
উত্তর: A
প্রশ্ন:২
অতীব ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয়—
(a) হ্যালােফাইট
(b) সাইক্রোফাইট
(c) স্যাম্মোফাইট
(d) অক্সালােফাইট
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি উল্লেখ্য লৰণাম্বু উদ্ভিদ—
(a) Cassia
(b) Ceriops
(c) Eichhornia
(d) Utricularia
উত্তর: B
প্রশ্ন:৪
বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা বড়াে সমস্যা কোনটি—
(a) দূষণ
(b) জনবিস্ফোরণ
(c) নিউক্লিয় বিস্ফোরণ
(d) প্রাকৃতিক দুর্যোগ
উত্তর: B
প্রশ্ন:৫
পরিবেশের সঙ্গে কোনাে জীবের সম্পর্ককে বলা হয়—
(a) বায়ােনমিক্স
(b) সিনইকোলজি
(c) হার্পেটোলজি
(d) অটইকোলজি
উত্তর: A
প্রশ্ন:৬
আলােক উৎসের দিকে কোনাে প্রাণীর গমনকে বলা হয়—
(a) ফটোট্রপিজম
(b) ফটোট্যাকটিক
(c) ফটোপিরিওডিসম
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৭
কোন্ বছর বিশ্বের জনসংখ্যা 6 হাজার কোটি হয়েছে—
(a) 1999
(b) 2001
(c) 2000
(d) 1996
উত্তর: A
প্রশ্ন:৮
ভূত্বকের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তরটিকে বলা হয়—
(a) মেসােস্ফিয়ার
(b) ট্রোপােস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর: B
প্রশ্ন:৯
পূর্ব হিমালয় অরণ্যের উল্লেখ্য উদ্ভিদ হল—
(a) Shorea
(b) Hoya
(c) Jasminum
(d) Salmalia
উত্তর: A
প্রশ্ন:১০
অ্যাসিড বৃষ্টির কারণ হল—
(a) SO3
(b) NO2
(c) SO2
(d) CO2
উত্তর: C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment