নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ভারতীয়দের গড় আয়ুষ্কাল হল—
(a) 60-70 বছর
(b) 50 বছরের কম
(c) 50-60 বছর
(d) 70-80 বছর
উত্তর: A
প্রশ্ন:২
অতীব ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয়—
(a) হ্যালােফাইট
(b) সাইক্রোফাইট
(c) স্যাম্মোফাইট
(d) অক্সালােফাইট
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি উল্লেখ্য লৰণাম্বু উদ্ভিদ—
(a) Cassia
(b) Ceriops
(c) Eichhornia
(d) Utricularia
উত্তর: B
প্রশ্ন:৪
বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা বড়াে সমস্যা কোনটি—
(a) দূষণ
(b) জনবিস্ফোরণ
(c) নিউক্লিয় বিস্ফোরণ
(d) প্রাকৃতিক দুর্যোগ
উত্তর: B
প্রশ্ন:৫
পরিবেশের সঙ্গে কোনাে জীবের সম্পর্ককে বলা হয়—
(a) বায়ােনমিক্স
(b) সিনইকোলজি
(c) হার্পেটোলজি
(d) অটইকোলজি
উত্তর: A
প্রশ্ন:৬
আলােক উৎসের দিকে কোনাে প্রাণীর গমনকে বলা হয়—
(a) ফটোট্রপিজম
(b) ফটোট্যাকটিক
(c) ফটোপিরিওডিসম
(d) সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৭
কোন্ বছর বিশ্বের জনসংখ্যা 6 হাজার কোটি হয়েছে—
(a) 1999
(b) 2001
(c) 2000
(d) 1996
উত্তর: A
প্রশ্ন:৮
ভূত্বকের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তরটিকে বলা হয়—
(a) মেসােস্ফিয়ার
(b) ট্রোপােস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর: B
প্রশ্ন:৯
পূর্ব হিমালয় অরণ্যের উল্লেখ্য উদ্ভিদ হল—
(a) Shorea
(b) Hoya
(c) Jasminum
(d) Salmalia
উত্তর: A
প্রশ্ন:১০
অ্যাসিড বৃষ্টির কারণ হল—
(a) SO3
(b) NO2
(c) SO2
(d) CO2
উত্তর: C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment