দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইনকিউবেটার কী ?
উত্তর:
যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানাে হয় তাকে ইনকিউবেটর বলে।
প্রশ্ন:২
একটি রেট্রোভাইরাসের নাম করাে।
উত্তর:
HIV—Human Immunodeficiency Virus.
প্রশ্ন:৩
মুরগির প্রধান কয়েকটি রােগের নাম কী ?
উত্তর:
পুলােরাম, রানিখেত, কলেরা, বসন্ত ইত্যাদি।
প্রশ্ন:৪
বি-ব্রেড কী ?
উত্তর:
মধুর সঙ্গে পরাগ মিশিয়ে মৌমাছির যে খাবার তৈরি হয় তাকে বি-ব্রেড বলে।
প্রশ্ন:৫
টেবল ব্রিড কাকে বলে ?
উত্তর:
যেসব ব্রিড মাংসের জন্য পালন করা হয় তাদের টেবল ব্রিড বলে। যেমন—ব্রয়লার, আসিল ইত্যাদি।
প্রশ্ন:৬
পায়ের দাদ Athlete's foot সৃষ্টিকারী ছত্রাকটির নাম কী ?
উত্তর:
Taenia pedis.
প্রশ্ন:৭
এপিয়ারি কাকে বলে ?
উত্তর:
যে স্থানে বিজ্ঞানসম্মতভাবে বিপুল হারে মৌমাছি পালন করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষীশালা বলে।
প্রশ্ন:৮
হাঁসের দেশীয় ব্রিডগুলির উদাহরণ দাও।
উত্তর:
রানার, নাগেশ্বরী, খাঁকি ক্যাম্পবেল ইত্যাদি।
প্রশ্ন:৯
হাঁসের কয়েকটি প্রধান রােগের উদাহরণ দাও।
উত্তর:
কলেরা, প্লেগ, ক্র্যাম্প ইত্যাদি।
প্রশ্ন:১০
ডুয়াল ব্রিড কাকে বলে ?
উত্তর:
যেসব ব্রিড মাংস ও ডিম উভয়ের জন্য পালন করা হয় তাদের ডুয়াল ব্রিড বলে। যেমন—সাসেক্স, রােড আইল্যান্ড রেড।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment