নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইনকিউবেটার কী ?
উত্তর:
যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানাে হয় তাকে ইনকিউবেটর বলে।
প্রশ্ন:২
একটি রেট্রোভাইরাসের নাম করাে।
উত্তর:
HIV—Human Immunodeficiency Virus.
প্রশ্ন:৩
মুরগির প্রধান কয়েকটি রােগের নাম কী ?
উত্তর:
পুলােরাম, রানিখেত, কলেরা, বসন্ত ইত্যাদি।
প্রশ্ন:৪
বি-ব্রেড কী ?
উত্তর:
মধুর সঙ্গে পরাগ মিশিয়ে মৌমাছির যে খাবার তৈরি হয় তাকে বি-ব্রেড বলে।
প্রশ্ন:৫
টেবল ব্রিড কাকে বলে ?
উত্তর:
যেসব ব্রিড মাংসের জন্য পালন করা হয় তাদের টেবল ব্রিড বলে। যেমন—ব্রয়লার, আসিল ইত্যাদি।
প্রশ্ন:৬
পায়ের দাদ Athlete's foot সৃষ্টিকারী ছত্রাকটির নাম কী ?
উত্তর:
Taenia pedis.
প্রশ্ন:৭
এপিয়ারি কাকে বলে ?
উত্তর:
যে স্থানে বিজ্ঞানসম্মতভাবে বিপুল হারে মৌমাছি পালন করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষীশালা বলে।
প্রশ্ন:৮
হাঁসের দেশীয় ব্রিডগুলির উদাহরণ দাও।
উত্তর:
রানার, নাগেশ্বরী, খাঁকি ক্যাম্পবেল ইত্যাদি।
প্রশ্ন:৯
হাঁসের কয়েকটি প্রধান রােগের উদাহরণ দাও।
উত্তর:
কলেরা, প্লেগ, ক্র্যাম্প ইত্যাদি।
প্রশ্ন:১০
ডুয়াল ব্রিড কাকে বলে ?
উত্তর:
যেসব ব্রিড মাংস ও ডিম উভয়ের জন্য পালন করা হয় তাদের ডুয়াল ব্রিড বলে। যেমন—সাসেক্স, রােড আইল্যান্ড রেড।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Comments
Post a Comment