দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
দক্ষিণ ভারতের আর্দ্র সবুজ অরণ্যের বৃক্ষটি হল—
(a) Hopea
(b) Andropagon
(c) Panicum
(d) Lantana
উত্তর: A
প্রশ্ন:২
ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন্ স্তরে—
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) লিথােস্ফিয়ার
(d) মেসােস্ফিয়ার
উত্তর: A
প্রশ্ন:৩
ক্লাইম্যাটোলজি হল—
(a) ভূসংস্থান সম্বন্ধীয় বিজ্ঞান
(b) মৃত্তিকা সম্বন্ধীয় বিজ্ঞান
(c) জীব সম্বন্ধীয় বিজ্ঞান
(d) জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান
উত্তর: D
প্রশ্ন:৪
জরায়ুজ অঙ্কুরোদ্গম্ দেখা যায় নিম্নলিখিত কোন্ উদ্ভিদে—
(a) Rhizophora
(b) Psidium
(c) Mangifera
(d) Betula
উত্তর: A
প্রশ্ন:৫
বাম্পমােচন প্রতিরােধক অভিযােজন দেখা যায়—
(a) লিথােফাইটসে
(b) জেরােফাইটসে
(c) এপিফাইটসে
(d) থ্যালােফাইটসে
উত্তর: B
প্রশ্ন:৬
কোনটি উভচর বা অ্যাম্ফিবিয়াস—
(a) Polygonum
(b) Hydrilla
(c) Wolffia
(d) Casuarina
উত্তর: A
প্রশ্ন:৭
হস্টোরিয়ার মাধ্যমে কারা অপর উদ্ভিদ থেকে পুষ্টিরস গ্রহণ করে ?
(a) প্যারাসাইট
(b) থ্যালােফাইট
(c) এপিফাইট
(d) জেরােফাইট
উত্তর: A
প্রশ্ন:৮
স্যান্ডস্টোনে উৎপন্ন উদ্ভিদগুলিকে বলা হয়—
(a) অনিলােফাইটস
(b) লিথােফাইটস
(c) ফ্যানেরােফাইটস
(d) সামারােফাইটস
উত্তর: B
প্রশ্ন:৯
সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য হল—
(a) জরায়ুজ অঙ্কুরােদ্গম
(b) ঠেসমূল
(c) শ্বাসমূল
(d) সবকটি
উত্তর: D
প্রশ্ন:১০
জেরােফাইটের বৈশিষ্ট্য হল—
(a) পুরু কিউটিকল
(b) নিমজ্জিত স্টোমাটা
(c) (a) ও (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment