নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েডের ব্যবহার কীসের থেকে দ্রুত আরাম দেয়—
(a) কাশির থেকে
(b) মাথাধরা থেকে
(c) বমিবমিভাব থেকে
(d) অ্যালার্জি থেকে
উত্তর: D
প্রশ্ন:২
ম্যাক্রোফাজের মধ্যে HIV-এর প্রতিলিপিকরণ-এর জন্য দায়ী উৎসেচক হল—
(a) DNA পলিমারেজ
(b) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(c) DNA লাইগেজ
(d) RNA পলিমারেজ
উত্তর: B
প্রশ্ন:৩
ক্যানসার বিশিষ্ট টিউমার কোশ থেকে প্রাপ্ত কোশের নাম হল—
(a) হাইব্রিডোমা
(b) মায়েলেমা
(c) মনােক্লোনাল কোশ
(d) লিম্ফোসাইট
উত্তর: B
প্রশ্ন:৪
ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন গ্রন্থিটি বড় হয়ে যায় ?
(a) অগ্ন্যাশয়
(b) যকৃৎ
(c) অ্যাড্রিনাল
(d) প্লিহা
উত্তর: D
প্রশ্ন:৫
ইমিউনােগ্লোবিনের গঠনের জন্য যে খনিজটি লাগে—
(a) ক্যালশিয়াম
(b) আয়রন
(c) সালফার
(d) ফসফরাস
উত্তর: C
প্রশ্ন:৬
TAB ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকারী তা হল—
(a) ডিপথেরিয়া
(b) টাইফয়েড
(c) পারটুসিস
(d) পােলিও
উত্তর: B
প্রশ্ন:৭
এর মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রম্যতা প্রদান করে—
(a) IgD
(b) IgA
(c) IgE
(d) IgM
উত্তর: B
প্রশ্ন:৮
একজন ব্যক্তি যার টিটেনাস হতে পারে, তাকে ইমিউনাইজড করা হয়—
(a) মৃত জীবাণু দ্বারা
(b) দুর্বল জীবাণু দ্বারা
(c) অ্যান্টিবডির ছায়ারূপ দ্বারা
(d) পূর্বে গঠিত অ্যান্টিবডির দ্বারা
উত্তর: D
প্রশ্ন:৯
নিম্নলিখিতগুলির মধ্যে অমিলযুক্ত পরজীবীটি হল—
(a) প্লাসমােডিয়াম
(b) বেড বাগ
(c) লাইস
(d) মাইট
উত্তর: A
প্রশ্ন:১০
পাঁচ প্রকার ইমিউনােগ্লোবিনের একক নিয়ে গঠিত ইমিউগ্লোবিন হল—
(a) IgA
(b) IgG
(c) IgM
(d) IgD
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment