দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনাে সম্প্রদায়ের (Community) আত্মরক্ষাকারী উপায় হল—
(a) মিমিক্রি
(b) কমপিটিশন
(c) সিমবায়ােসিস
(d) প্যারাসিটিজম
উত্তর: A
প্রশ্ন:২
‘পপুলেশন’ এর গভীর অর্থ—Self perpetuation unit এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন—
(a) Spencer
(b) Malthus
(c) Odum
(d) Mbium
উত্তর: B
প্রশ্ন:৩
লিচিং এর কারণে অত্যধিক আয়রন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটির সৃষ্টি হয়। একে বলা হয়—
(a) ল্যাটেরাইট
(b) লোম
(c) অ্যালুভিয়াল
(d) a ও b উভয়ই
উত্তর: A
প্রশ্ন:৪
Rhizobium ও মটর গাছের মূলের অর্বুদের সহাবস্থান হল—
(a) সিমবায়ােসিস
(b) স্ক্যাভেনজিং
(c) প্রিডেশন
(d) প্যারাসিটিজম
উত্তর: A
প্রশ্ন:৫
ব্যতিক্রমটি চিহ্নিত করাে—
(a) Casuarina
(b) Hydrilla
(c) Pistia
(d) Villisneria
উত্তর: A
প্রশ্ন:৬
মিমিক্রির মুখ্য কাজ হল—
(a) অ্যালিউরেমেন্ট
(b) অ্যাগ্রেসন
(c) কনসিলমেন্ট
(d) ওয়ারিং
উত্তর: A
প্রশ্ন:৭
মূলত্র কোন্ প্রকারের উদ্ভিদে অনুপস্থিত—
(a) হাইড্রোফাইটস
(b) হােমােফাইটস
(c) হ্যালােফাইটস
(d) জেরােফাইটস
উত্তর: A
প্রশ্ন:৮
যেসকল প্রাণী অন্ধকার পছন্দ করে তাদের বলা হয়—
(a) নকটারনাল
(b) স্কোটোফিল
(c) ফোটোফিল
(d) ক্রেপাসকিউলার
উত্তর: A
প্রশ্ন:৯
Limulus ও Barnacles এর সহাবস্থান হল—
(a) কমেনস্যালিসম
(b) প্যারাসিটিজম
(c) সিমবায়ােসিস
(d) প্রিডেটরশিপ
উত্তর: A
প্রশ্ন:১০
প্রিডেশান ও প্যারাসিটিজম যে ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় তা হল—
(a) – , –
(b) + , –
(c) + , 0
(d) + , +
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment