নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনাে সম্প্রদায়ের (Community) আত্মরক্ষাকারী উপায় হল—
(a) মিমিক্রি
(b) কমপিটিশন
(c) সিমবায়ােসিস
(d) প্যারাসিটিজম
উত্তর: A
প্রশ্ন:২
‘পপুলেশন’ এর গভীর অর্থ—Self perpetuation unit এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন—
(a) Spencer
(b) Malthus
(c) Odum
(d) Mbium
উত্তর: B
প্রশ্ন:৩
লিচিং এর কারণে অত্যধিক আয়রন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটির সৃষ্টি হয়। একে বলা হয়—
(a) ল্যাটেরাইট
(b) লোম
(c) অ্যালুভিয়াল
(d) a ও b উভয়ই
উত্তর: A
প্রশ্ন:৪
Rhizobium ও মটর গাছের মূলের অর্বুদের সহাবস্থান হল—
(a) সিমবায়ােসিস
(b) স্ক্যাভেনজিং
(c) প্রিডেশন
(d) প্যারাসিটিজম
উত্তর: A
প্রশ্ন:৫
ব্যতিক্রমটি চিহ্নিত করাে—
(a) Casuarina
(b) Hydrilla
(c) Pistia
(d) Villisneria
উত্তর: A
প্রশ্ন:৬
মিমিক্রির মুখ্য কাজ হল—
(a) অ্যালিউরেমেন্ট
(b) অ্যাগ্রেসন
(c) কনসিলমেন্ট
(d) ওয়ারিং
উত্তর: A
প্রশ্ন:৭
মূলত্র কোন্ প্রকারের উদ্ভিদে অনুপস্থিত—
(a) হাইড্রোফাইটস
(b) হােমােফাইটস
(c) হ্যালােফাইটস
(d) জেরােফাইটস
উত্তর: A
প্রশ্ন:৮
যেসকল প্রাণী অন্ধকার পছন্দ করে তাদের বলা হয়—
(a) নকটারনাল
(b) স্কোটোফিল
(c) ফোটোফিল
(d) ক্রেপাসকিউলার
উত্তর: A
প্রশ্ন:৯
Limulus ও Barnacles এর সহাবস্থান হল—
(a) কমেনস্যালিসম
(b) প্যারাসিটিজম
(c) সিমবায়ােসিস
(d) প্রিডেটরশিপ
উত্তর: A
প্রশ্ন:১০
প্রিডেশান ও প্যারাসিটিজম যে ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় তা হল—
(a) – , –
(b) + , –
(c) + , 0
(d) + , +
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment