নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কোন্ কোন্ ওষুধ কলাপালনের মাধ্যমে প্রস্তুত করা হয় ?
(a) ডিজিটক্সিন
(b) অ্যাট্রোপিন
(c) টার্পিনয়েড
(d) কোনােটিই নয়
উত্তর: A, B
প্রশ্ন:২
থাইল্যান্ডে কোন্ কোন্ প্রকার মিউটাজেনিক ভ্যারাইটি দেখা যায় ?
(a) বাসমতি 370
(b) NIAB-78
(c) RD-6
(d) RD-16
উত্তর: C, D
প্রশ্ন:৩
SCP উৎপাদনকারী অণুজীবরা হল—
(a) Saccharomyces
(b) Rhizopus
(c) Agaricus
(d) Fusarium
উত্তর: A, D
প্রশ্ন:৪
কোনগুলি বিদেশি কার্পজাতীয় মাছ ?
(a) কালবােস
(b) গ্রাস কার্প
(c) সিলভার কার্প
(d) সাইপ্রিনাস কার্প
উত্তর: B, C, D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনগুলি প্রয়ােগে পুং-বন্ধ্যাত্বকরণ ঘটানাে যায় ?
(a) NAA
(b) IAA
(c) 2, 4-D
(d) ABA
উত্তর: A, C
প্রশ্ন:৬
কোনগুলি কার্পজাতীয় মাছ ?
(a) কই
(b) ভেটকি
(c) রুই
(d) কাতলা
উত্তর: C, D
প্রশ্ন:৭
কোনগুলি মুরগির টেবিল ব্রিড ?
(a) লেগহর্ন
(b) মিনৰ্কা
(c) ব্রয়লার
(d) আসিল
উত্তর: C, D
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনগুলি হাঁসের এশিয়ান ব্রিড ?
(a) বালি
(b) স্যাক্সোনি
(c) সিলেট মেটে
(d) পিকিন
উত্তর: A, C, D
প্রশ্ন:৯
মুরগির ভূমধ্যসাগরীয় ব্রিডগুলি হল—
(a) মিনৰ্কা
(b) আনকোনা
(c) জাভা
(d) লেমােনা
উত্তর: A, B
প্রশ্ন:১০
কোন্ কোন্ উদ্ভিদে অণুবংশবিস্তারের মাধ্যমে পুংবন্ধ্যা উদ্ভিদ সৃষ্টি করা হয় ?
(a) আলু
(b) পেঁয়াজ
(c) ফুলকপি
(d) ভুট্টা
উত্তর: B, C, D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment