দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ক্লোন কী ?
উত্তর:
অঙ্গজ জননের মাধ্যমে তৈরি একটি উদ্ভিদের সমগ্র বংশধর।
প্রশ্ন:২
UV রশ্মির প্রভাবে ত্বকে যে ক্যানসার হয়, তাকে কী বলে ?
উত্তর:
জেরােডার্মা পিগমেন্টটোসা।
প্রশ্ন:৩
SCP উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Rhodopseudomonas capsularis.
প্রশ্ন:৪
গবাদি পশুর ব্যাকটেরিয়া ঘটিত দুটি রােগের নাম লেখাে।
উত্তর:
অ্যানথ্রাক্স এবং টিউবারকিউলােসিস।
প্রশ্ন:৫
পিটুইটারি গ্রন্থির নির্যাসে কী কী হরমােন থাকে ?
উত্তর:
পিটুইটারি নির্যাসে FSH ও LH হরমোেন থাকে।
প্রশ্ন:৬
আন্তঃপ্রজাতি সংকরায়ণ কী ?
উত্তর:
দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে প্রজনন ঘটানাে।
প্রশ্ন:৭
গরুর দুটি ব্রিডের নাম লেখাে।
উত্তর:
জার্সি (Jersey) এবং বাদামি সুইস (Brown Suiss)।
প্রশ্ন:৮
SCP উৎপাদনকারী শৈবালের নাম কী ?
উত্তর:
Spirulina.
প্রশ্ন:৯
একটি GM (Genetically Modified) শস্যের নাম কী ?
উত্তর:
সােনালী চাল (Golden rice)।
প্রশ্ন:১০
ইকোটাইপ কী ?
উত্তর:
পরিবেশের তারতম্যে একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে প্রকরণের ফলে সৃষ্ট প্রকারগুলিকে ইকোটাইপ বলে।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment