নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ক্লোন কী ?
উত্তর:
অঙ্গজ জননের মাধ্যমে তৈরি একটি উদ্ভিদের সমগ্র বংশধর।
প্রশ্ন:২
UV রশ্মির প্রভাবে ত্বকে যে ক্যানসার হয়, তাকে কী বলে ?
উত্তর:
জেরােডার্মা পিগমেন্টটোসা।
প্রশ্ন:৩
SCP উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কী ?
উত্তর:
Rhodopseudomonas capsularis.
প্রশ্ন:৪
গবাদি পশুর ব্যাকটেরিয়া ঘটিত দুটি রােগের নাম লেখাে।
উত্তর:
অ্যানথ্রাক্স এবং টিউবারকিউলােসিস।
প্রশ্ন:৫
পিটুইটারি গ্রন্থির নির্যাসে কী কী হরমােন থাকে ?
উত্তর:
পিটুইটারি নির্যাসে FSH ও LH হরমোেন থাকে।
প্রশ্ন:৬
আন্তঃপ্রজাতি সংকরায়ণ কী ?
উত্তর:
দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে প্রজনন ঘটানাে।
প্রশ্ন:৭
গরুর দুটি ব্রিডের নাম লেখাে।
উত্তর:
জার্সি (Jersey) এবং বাদামি সুইস (Brown Suiss)।
প্রশ্ন:৮
SCP উৎপাদনকারী শৈবালের নাম কী ?
উত্তর:
Spirulina.
প্রশ্ন:৯
একটি GM (Genetically Modified) শস্যের নাম কী ?
উত্তর:
সােনালী চাল (Golden rice)।
প্রশ্ন:১০
ইকোটাইপ কী ?
উত্তর:
পরিবেশের তারতম্যে একই প্রজাতিভুক্ত উদ্ভিদের মধ্যে প্রকরণের ফলে সৃষ্ট প্রকারগুলিকে ইকোটাইপ বলে।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Comments
Post a Comment