নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কোনটি প্রস্তুত করতে ইস্ট ব্যবহৃত হয় ?
(a) পনির
(b) ইথাইল অ্যালকোহল
(c) দই
(d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:২
বায়ােগ্যাসে আছে—
(a) CO+CO2+H2
(b) CH4+CO+CO2
(c) CO+CO2+NO2
(d) CH4+CO+H2
উত্তর: D
প্রশ্ন:৩
LSD হল—
(a) অ্যান্টিডিপ্রেসন্ট
(b) হ্যালুসিনােজেন
(c) ন্যাক্রোটিক
(d) স্টিমুল্যান্ট
উত্তর: B
প্রশ্ন:৪
সবচেয়ে ভালাে বায়ােফার্টিলাইজার হল—
(a) অ্যাজোলা এবং সায়ানােব্যাকটর
(b) ব্যাসিলাস থুরিনজেনসিস এবং লাইকেন
(c) সিন্থেটিক ফার্টিলাইজার
(d) ওপরের সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৫
কোনটি প্রস্তুত করতে অঙ্কুরিত বার্লি বীজ ব্যবহৃত হয় ?
(a) বিয়ার
(b) পনির
(c) মদ
(d) ল্যাকটিক অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৬
Devine এবং Collego হল—
(a) রােডেন্টিসাইডস
(b) বায়ােহারবিসাইডস
(c) বায়ােফাংগিসাইডস
(d) বায়ােইনসেন্টিসাইডস
উত্তর: B
প্রশ্ন:৭
বায়ােফার্টিলাইজার হিসেবে কিছু নীলাভ-সবুজ শৈবালকে ব্যবহার করা হয় কারণ—
(a) সালােকসংশ্লেষ করতে পারে
(b) নাইট্রোজেন সংবন্ধন করে
(c) সমগ্র জায়গায় জন্মায়
(d) মিউসিলেজ ক্ষরণ করে
উত্তর: B
প্রশ্ন:৮
এর মধ্যে কোনটি পেট্রোকর্প নয় ?
(a) Helianthus annus
(b) Hardwickia binata
(c) Euphorbia lathyrus
(d) Jatropha belladona
উত্তর: B
প্রশ্ন:৯
বিয়ার ফারমেন্ট/সন্ধান হয় যা থেকে—
(a) গম
(b) বার্লি
(c) আঙুর
(d) মোলাসেস
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্টি বায়ােফার্টিলাইজার ?
(a) CMU
(b) DCMU
(c) Agent lemon
(d) VAM
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment