দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কোনটি প্রস্তুত করতে ইস্ট ব্যবহৃত হয় ?
(a) পনির
(b) ইথাইল অ্যালকোহল
(c) দই
(d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:২
বায়ােগ্যাসে আছে—
(a) CO+CO2+H2
(b) CH4+CO+CO2
(c) CO+CO2+NO2
(d) CH4+CO+H2
উত্তর: D
প্রশ্ন:৩
LSD হল—
(a) অ্যান্টিডিপ্রেসন্ট
(b) হ্যালুসিনােজেন
(c) ন্যাক্রোটিক
(d) স্টিমুল্যান্ট
উত্তর: B
প্রশ্ন:৪
সবচেয়ে ভালাে বায়ােফার্টিলাইজার হল—
(a) অ্যাজোলা এবং সায়ানােব্যাকটর
(b) ব্যাসিলাস থুরিনজেনসিস এবং লাইকেন
(c) সিন্থেটিক ফার্টিলাইজার
(d) ওপরের সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৫
কোনটি প্রস্তুত করতে অঙ্কুরিত বার্লি বীজ ব্যবহৃত হয় ?
(a) বিয়ার
(b) পনির
(c) মদ
(d) ল্যাকটিক অ্যাসিড
উত্তর: A
প্রশ্ন:৬
Devine এবং Collego হল—
(a) রােডেন্টিসাইডস
(b) বায়ােহারবিসাইডস
(c) বায়ােফাংগিসাইডস
(d) বায়ােইনসেন্টিসাইডস
উত্তর: B
প্রশ্ন:৭
বায়ােফার্টিলাইজার হিসেবে কিছু নীলাভ-সবুজ শৈবালকে ব্যবহার করা হয় কারণ—
(a) সালােকসংশ্লেষ করতে পারে
(b) নাইট্রোজেন সংবন্ধন করে
(c) সমগ্র জায়গায় জন্মায়
(d) মিউসিলেজ ক্ষরণ করে
উত্তর: B
প্রশ্ন:৮
এর মধ্যে কোনটি পেট্রোকর্প নয় ?
(a) Helianthus annus
(b) Hardwickia binata
(c) Euphorbia lathyrus
(d) Jatropha belladona
উত্তর: B
প্রশ্ন:৯
বিয়ার ফারমেন্ট/সন্ধান হয় যা থেকে—
(a) গম
(b) বার্লি
(c) আঙুর
(d) মোলাসেস
উত্তর: B
প্রশ্ন:১০
এর মধ্যে কোন্টি বায়ােফার্টিলাইজার ?
(a) CMU
(b) DCMU
(c) Agent lemon
(d) VAM
উত্তর: D
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment