দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইয়ােলাে ফিভার কোন্ অঞ্চলের মানুষদের হয়ে থাকে ?
উত্তর:
আফ্রিকার।
প্রশ্ন:২
লােফার্স সিনড্রোম নামক এই বিশেষ উপসর্গটি কোন্ রােগে দেখা যায় ?
উত্তর:
অ্যাসকেরিয়েসিস।
প্রশ্ন:৩
একটি এন্ডােজেনাস ও একটি এক্সোজেনাস রােগের বাহকের নাম লেখাে।
উত্তর:
এন্ডােজেনাস—হরমােন।
এক্সোজেনাস—অ্যালারজেন (রেণু, পরাগ)।
প্রশ্ন:৪
Plasmodium vivax কী ধরনের ম্যালেরিয়ার সৃষ্টি করে ?
উত্তর:
বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া (Benign Tertian Malaria)।
প্রশ্ন:৫
যেসব রােগ দেশব্যাপী বিস্তার লাভ করে সেই রােগকে কী প্রকার রােগ বলে ?
উত্তর:
প্যানডেমিক।
প্রশ্ন:৬
এলিফ্যানটিয়েসিস কোন্ রােগের অপর নাম ?
উত্তর:
ফাইলেরিয়েসিস।
প্রশ্ন:৭
মশা কি বাহক না ভেক্টর ?
উত্তর:
ভেক্টর।
প্রশ্ন:৮
AIDS রােগের ইনকিউবেশন পিরিয়ড কত ?
উত্তর:
15 বছর বা তার বেশি।
প্রশ্ন:৯
ম্যালেরিয়ার রােগ জীবাণু বহনকারী প্রাণী কোনটি ?
উত্তর:
স্ত্রী অ্যানােফিলিস মশা।
প্রশ্ন:১০
সিফিলিস রােগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর:
Treponema pallidum.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment