নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ভাইরাসের দরুন সংক্রমণের ফলে যে গ্লাইকোপ্রােটিনটি উৎপন্ন হয় তা হল—
(a) ফাইটোঅ্যালেক্সিন
(b) ইন্টারফেরন
(c) অ্যান্টিজেন
(d) অ্যান্টিবডি
উত্তর: B
প্রশ্ন:২
বিজাতীয় কোশের ধ্বংসসাধন হয়—
(a) কেবলমাত্র IgA-র দ্বারা
(b) IgM এবং IgG-র দ্বারা
(c) কেবলমাত্র IgM-র দ্বারা
(d) IgD এবং IgE-র দ্বারা
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির নিশ্চয়তা প্রমাণের ক্ষেত্রে ওয়েস্টার্ন ব্লট পরীক্ষা করা হয়—
(a) ম্যালেরিয়া
(b) অ্যানিমিয়া
(c) এডস্
(d) ফাইলেরিয়া
উত্তর: C
প্রশ্ন:৪
এর মধ্যে কোন্টি ক্যানসার নয়—
(a) সারকোমা
(b) লিম্ফোমা
(c) গ্লুকোমা
(d) কারসিনোমা
উত্তর: C
প্রশ্ন:৫
কারসিনােমা ক্যানসার হয় মূলত—
(a) এক্টোডার্ম এবং এন্ডােডার্মে
(b) লিম্ফোসাইটে
(c) শ্বেত রক্তকণিকায়
(d) লােহিত রক্তকণিকায়
উত্তর: A
প্রশ্ন:৬
অ্যালার্জির প্রতিক্রিয়ায় এর মধ্যে কোনটি ক্ষরিত হয়—
(a) অ্যালার্জেন
(b) হিস্টামিন
(c) ইমিউনােগ্লোবিউলিন
(d) পাইরােজেন
উত্তর: B
প্রশ্ন:৭
এর মধ্যে কোনটি থাইরয়েড ক্যানসারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়—
(a) I-131
(b) U-238
(c) Ra-224
(d) C-14
উত্তর: A
প্রশ্ন:৮
হে জ্বরের কারণ—
(a) অ্যালার্জি
(b) ডেঙ্গু
(c) হেল্পার T-cell
(d) হেপাটাইটিস
উত্তর: A
প্রশ্ন:৯
ভ্যাকসিনেশন-এর ভিত্তি যার দ্বারা আবিষ্কৃত হয়—
(a) পাস্তুর
(b) ল্যান্ডস্টেইনার
(c) কোলার
(d) সক্
উত্তর: A
প্রশ্ন:১০
ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে—
(a) প্রাকৃতিক অনাক্রম্যতা
(b) সক্রিয় অনাক্রম্যতা
(c) নিস্ক্রিয় অনাক্রম্যতা
(d) ওপরের সবকটিই
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment