নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইন্টারফেরন যার প্যাথােজেনেসিটি দমন করে, তা হল—
(a) হেলমিনথিস
(b) ভাইরাস
(c) প্রােটোজোয়া
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:২
মেটাস্ট্যাসিস হল—
(a) ক্যানসার কোশের পুনরুৎপাদন
(b) ক্যানসার কোশের দ্রুততর বিভাজন
(c) ক্যানসার কোশের বিস্তার
(d) ওপরের সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৩
ফাইলেরিয়েসিস হয় যার দ্বারা,তা হল—
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) প্রােটোজোয়া
(d) হেলমিন্থ
উত্তর: D
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি অধিক সংক্রমণ ব্যাধি—
(a) সর্দি-কাশি
(b) ম্যালেরিয়া
(c) AIDS
(d) হেপাটাইটিস-B
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ রােগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহে থেকে শিশুতে স্থানান্তরিত হয়—
(a) সিফিলিস
(b) AIDS
(c) জার্মান মিসেলিস
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৬
কত বছর বয়সে TT এবং TAB-র দ্বিতীয় বুস্টার ডােজটা দেওয়া হয়—
(a) 10 বছর
(b) 16 বছর
(c) 2-3 বছর
(d) 4-6 বছর
উত্তর: B
প্রশ্ন:৭
লাং ক্যানসার হয়, কারণ—
(a) সিমেন্ট কারখানা
(b) বক্সাইট খনন
(c) ক্রোমিয়াম ফ্লুওরাইড
(d) কয়লা খনন
উত্তর: C
প্রশ্ন:৮
কোনটি সঠিক নয়—
(a) ত্বক, ফ্যাগােসাইট কোশ, অনাক্রম্যতন্ত্র হল দেহ সুরক্ষার পর্যায়
(b) ত্বক হল দেহ সুরক্ষার প্রথম পর্যায়
(c) অনাক্রম্যতন্ত্র হল দেহ সুরক্ষার তৃতীয় পর্যায়
(d) ত্বক এবং ফ্যাগােসাইট কোশ হল দেহ সুরক্ষার দ্বিতীয় পর্যায়
উত্তর: D
প্রশ্ন:৯
AZT যে রােগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়—
(a) কালাজ্বর
(b) টি.বি.
(c) এডস্
(d) ম্যালেরিয়া
উত্তর: C
প্রশ্ন:১০
একটি মশা বাহিত ভাইরাস ঘটিত রােগ হল—
(a) কালাজ্বর এবং ডিপথেরিয়া
(b) ম্যালেরিয়া এবং চাগাজ ডিজিজ
(c) পীত জ্বর এবং ডেঙ্গু
(d) ফাইলেরিয়েসিস এবং টাইফাস
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment