দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
ইন্টারফেরন যার প্যাথােজেনেসিটি দমন করে, তা হল—
(a) হেলমিনথিস
(b) ভাইরাস
(c) প্রােটোজোয়া
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
প্রশ্ন:২
মেটাস্ট্যাসিস হল—
(a) ক্যানসার কোশের পুনরুৎপাদন
(b) ক্যানসার কোশের দ্রুততর বিভাজন
(c) ক্যানসার কোশের বিস্তার
(d) ওপরের সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৩
ফাইলেরিয়েসিস হয় যার দ্বারা,তা হল—
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) প্রােটোজোয়া
(d) হেলমিন্থ
উত্তর: D
প্রশ্ন:৪
এর মধ্যে কোনটি অধিক সংক্রমণ ব্যাধি—
(a) সর্দি-কাশি
(b) ম্যালেরিয়া
(c) AIDS
(d) হেপাটাইটিস-B
উত্তর: B
প্রশ্ন:৫
কোন্ রােগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহে থেকে শিশুতে স্থানান্তরিত হয়—
(a) সিফিলিস
(b) AIDS
(c) জার্মান মিসেলিস
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৬
কত বছর বয়সে TT এবং TAB-র দ্বিতীয় বুস্টার ডােজটা দেওয়া হয়—
(a) 10 বছর
(b) 16 বছর
(c) 2-3 বছর
(d) 4-6 বছর
উত্তর: B
প্রশ্ন:৭
লাং ক্যানসার হয়, কারণ—
(a) সিমেন্ট কারখানা
(b) বক্সাইট খনন
(c) ক্রোমিয়াম ফ্লুওরাইড
(d) কয়লা খনন
উত্তর: C
প্রশ্ন:৮
কোনটি সঠিক নয়—
(a) ত্বক, ফ্যাগােসাইট কোশ, অনাক্রম্যতন্ত্র হল দেহ সুরক্ষার পর্যায়
(b) ত্বক হল দেহ সুরক্ষার প্রথম পর্যায়
(c) অনাক্রম্যতন্ত্র হল দেহ সুরক্ষার তৃতীয় পর্যায়
(d) ত্বক এবং ফ্যাগােসাইট কোশ হল দেহ সুরক্ষার দ্বিতীয় পর্যায়
উত্তর: D
প্রশ্ন:৯
AZT যে রােগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়—
(a) কালাজ্বর
(b) টি.বি.
(c) এডস্
(d) ম্যালেরিয়া
উত্তর: C
প্রশ্ন:১০
একটি মশা বাহিত ভাইরাস ঘটিত রােগ হল—
(a) কালাজ্বর এবং ডিপথেরিয়া
(b) ম্যালেরিয়া এবং চাগাজ ডিজিজ
(c) পীত জ্বর এবং ডেঙ্গু
(d) ফাইলেরিয়েসিস এবং টাইফাস
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment