দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
কোনটি জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) প্লাসমিড
(b) মিউটেশন
(c) প্লাসটিড
(d) হাইব্রিড ভিগাের
উত্তর: A
প্রশ্ন:২
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অগ্রগতি সম্ভব হয়েছে কারণ—
(a) এন্ডােনিউক্লিয়েজেস
(b) এক্সোনিউক্লিয়েজেস
(c) অঙ্কোজিন
(d) ট্রান্সপােজোন
উত্তর: A
প্রশ্ন:৩
1978 খ্রিস্টাব্দে রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ-এর জন্য কাদের নােবেল প্রাইজ দেওয়া হয়েছিল ?
(a) Arber, Nathans এবং Smith
(b) Holley, Khorana এবং Nirenberg
(c) Milstein এবং Kohler
(d) Temin এবং Baltimore
উত্তর: A
প্রশ্ন:৪
PCR হল—
(a) পলিমারাইজেশন চেন রিঅ্যাকশন
(b) পলিথিল সাইটোসিন রিঅ্যাকশন
(c) পলিমারেজ চেন রিঅ্যাকশন
(d) পলিমারেজ সাইক্লিক রিঅ্যাকশন
উত্তর: C
প্রশ্ন:৫
জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্প্রসারিত হয় কোন্ সময়ে ?
(a) 1980
(b) 1990
(c) 1970
(d) 2000
উত্তর: C
প্রশ্ন:৬
DNA ব্যতিরেকে ব্যাকটেরিয়াল নিউক্লিয়ডে যে চক্রাকার এক্সট্রাক্রোমােজোমাল DNA থাকে তাকে বলা হয়—
(a) মেসােজোম
(b) প্লাসমিড
(c) ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
নীচের কোনটি বায়ােটেকনােলজির সঙ্গে জড়িত নয় ?
(a) বায়োফার্টিলার
(b) বায়ােগ্যাস উৎপাদন
(c) আবর্জনা নিষ্ক্রমণ
(d) উড সিজনিং
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্টির অনুপস্থিতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্ভব হত না ?
(a) RNA সিন্থেটেজ
(b) DNA লাইগেজ
(c) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(d) DNA পলিমারেজ
উত্তর: B
প্রশ্ন:৯
কোনটিতে PCR একটি শক্তিশালী পদ্ধতি ?
(a) ইনডিউস প্রােটিন সিন্থেসিস
(b) ইনহিবিট DNA সিন্থেসিস
(c) অ্যামপ্লিফাই জিন
(d) মিউটেজ জিন
উত্তর: C
প্রশ্ন:১০
জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর পরীক্ষাতে অতি প্রয়ােজনীয় দুটি ব্যাকটেরিয়া হল—
(a) Escherichia এবং Agrobacterium
(b) Rhizobium এবং Diplococcus
(c) Nitrobacter এবং Azotobacter
(d) Nitrosomonas এবং Klebsiella
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment