নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ
প্রশ্ন:১
কোনটি জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) প্লাসমিড
(b) মিউটেশন
(c) প্লাসটিড
(d) হাইব্রিড ভিগাের
উত্তর: A
প্রশ্ন:২
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অগ্রগতি সম্ভব হয়েছে কারণ—
(a) এন্ডােনিউক্লিয়েজেস
(b) এক্সোনিউক্লিয়েজেস
(c) অঙ্কোজিন
(d) ট্রান্সপােজোন
উত্তর: A
প্রশ্ন:৩
1978 খ্রিস্টাব্দে রেসট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ-এর জন্য কাদের নােবেল প্রাইজ দেওয়া হয়েছিল ?
(a) Arber, Nathans এবং Smith
(b) Holley, Khorana এবং Nirenberg
(c) Milstein এবং Kohler
(d) Temin এবং Baltimore
উত্তর: A
প্রশ্ন:৪
PCR হল—
(a) পলিমারাইজেশন চেন রিঅ্যাকশন
(b) পলিথিল সাইটোসিন রিঅ্যাকশন
(c) পলিমারেজ চেন রিঅ্যাকশন
(d) পলিমারেজ সাইক্লিক রিঅ্যাকশন
উত্তর: C
প্রশ্ন:৫
জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্প্রসারিত হয় কোন্ সময়ে ?
(a) 1980
(b) 1990
(c) 1970
(d) 2000
উত্তর: C
প্রশ্ন:৬
DNA ব্যতিরেকে ব্যাকটেরিয়াল নিউক্লিয়ডে যে চক্রাকার এক্সট্রাক্রোমােজোমাল DNA থাকে তাকে বলা হয়—
(a) মেসােজোম
(b) প্লাসমিড
(c) ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৭
নীচের কোনটি বায়ােটেকনােলজির সঙ্গে জড়িত নয় ?
(a) বায়োফার্টিলার
(b) বায়ােগ্যাস উৎপাদন
(c) আবর্জনা নিষ্ক্রমণ
(d) উড সিজনিং
উত্তর: D
প্রশ্ন:৮
কোন্টির অনুপস্থিতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্ভব হত না ?
(a) RNA সিন্থেটেজ
(b) DNA লাইগেজ
(c) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(d) DNA পলিমারেজ
উত্তর: B
প্রশ্ন:৯
কোনটিতে PCR একটি শক্তিশালী পদ্ধতি ?
(a) ইনডিউস প্রােটিন সিন্থেসিস
(b) ইনহিবিট DNA সিন্থেসিস
(c) অ্যামপ্লিফাই জিন
(d) মিউটেজ জিন
উত্তর: C
প্রশ্ন:১০
জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর পরীক্ষাতে অতি প্রয়ােজনীয় দুটি ব্যাকটেরিয়া হল—
(a) Escherichia এবং Agrobacterium
(b) Rhizobium এবং Diplococcus
(c) Nitrobacter এবং Azotobacter
(d) Nitrosomonas এবং Klebsiella
উত্তর: A
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment